অবশেষে সমস্যার আংশিক সমাধান হল। দীর্ঘ তিন মাস লড়াইয়ের পর গতকাল সন্ধ্যায় ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’র শিল্পীদের বকেয়া পারিশ্রমিকের টাকা সংশ্লিষ্ট বাংলা চ্যানেলগুলির (স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা) মাধ্যমে আর্টিস্ট ফোরামের হাতে এসেছে। খুব শীঘ্রই ফোরামের পক্ষ থেকে সমস্ত শিল্পীদের হাতে তাঁদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট’স ফোরাম’-এর পক্ষ থেকে। প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সংবাদ মাধ্যমকে।
লেখার শুরুতেই আংশিক বলা হল এই কারণে যে আজও ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’র বহু কলাকুশলীর পারিশ্রমিক বকেয়া রয়েছে। ফোরামের পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে যে, গত ১০ জুন ২০১৯-এ দাগ ক্রিয়েটিভ মিডিয়া’র তরফে প্রযোজক রাণা সরকার NOC পাঠানোর পরেও ফোরাম বারবার ফেডারেশন এবং চ্যানেলগুলিকে অনুরোধ জানিয়েছে যে কলাকুশলীদের বকেয়া টাকা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়ার উদ্যোগ নিতে। কিন্তু সেই সমস্যার আজও কোনও সমাধান হয়নি। ওদিকে দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে শিল্পীরাও। তাই আর বিলম্ব না করে শিল্পীদের হাতে অন্তত তাঁদের বকেয়া টাকা তুলে দেওয়া হবে ফোরামের পক্ষ থেকে। ফোরাম আরও জানিয়েছে যে কলাকুশলীদের বকেয়া টাকা প্রাপ্তিতে যে কোনও রকমের সাহায্য করতে তারা প্রস্তুত। ফোরাম তাঁদের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে। এই ব্যাপারে চ্যানেলগুলির সঙ্গে ফোরাম কথা বলবে।