উনিশ শতকের কিংবদন্তী শিল্পী রাজা রবি বর্মা ফিরে এলেন ২০২০- তে। এই শতকে দাঁড়িয়েও একই রকম মুগ্ধতা তাঁকে ঘিরে।
ফটোগ্রাফার জি ভেঙ্কট রাম নতুন করে ক্যানভাসে ধরলেন রাজা রবি ভর্মার সিরিজ কে। তবে এই ক্যানভাস রং-তুলিতে নয়, ক্যামেরার লেন্সে।
২০২০-এর ক্যালেন্ডারের জন্য রবি বর্মার পোট্রেট ওয়ার্ক বেছে নিয়েছিলেন তিনি। ১১ জন ব্যক্তিত্ব তিনি লেন্সে ধরেছেন।
;
শ্রুতি হাসান, সামান্থা, খুশবু সুন্দর, রাম্যা কৃষ্ণ, লিস্যি লক্ষ্মীনী, নাদিয়া, লক্ষ্মী মাঞ্চু, প্রিয়দর্শীনী গোবিন্দ, শোভনা চন্দ্রকুমার, ঐশ্বর্য রাজেশ, চামুন্ডেশ্বরী রাজা রবি বর্মার চরিত্র হয়ে উঠেছিলেন ক্যামেরার সামনে।
ক্যালেন্ডারে দুটি লুকে দেখা গিয়েছে শ্রুতি হাসানকে। একটি নদীর পাশে বসে থাকা এক নারী, অন্যটি বিখ্যাত 'রানি অব কুরুপম'।
সামান্থা রুথ, এবং শ্রুতি হাসান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ এ ধরনের প্রজেক্টে কাজ করা এক দুর্দান্ত অভিজ্ঞতা’
ফটোগ্রাফার জি ভেঙ্কট রাম জানিয়েছেন, ‘রবি বর্মার কাজকে ক্যামেরায় ফুটিয়ে তোলা এবং তাকে আসল ছবির মতোই করে তোলার জন্য গোটা টিমকে বেশ খাটতে হয়েছে’।
;
নারী শক্তির ক্ষমতায়ন নিয়ে একটি এনজিওর প্রজেক্ট ছিল এটি।
রবি বর্মা ভারতীয় উপমহাদেশের সর্বকালের সেরা শিল্পীদের একজন। চিত্রশিল্পে ইউরোপীয় ঘরানায় ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতেন তাঁর ক্যানভাসে। রবীন্দ্রনাথ ঠাকুরও মুগ্ধ হয়েছিলেন তাঁর কাজে। কখনও পুরাণ কাহিনী, কখনও সাধারণ নারীদের তিনি তুলে ধরেছেন তাঁর ক্যানভাসে।