টেলিভিসনের শিল্পীদের সমস্যায় পাশে আর্টিস্ট ফোরাম

পারিশ্রমিক নিয়ে সমস্যা,শ্যুটিংয়ের নির্ধারিত সময় নিয়ে টানাপোড়েন, দিনে অতিরিক্ত সময় শ্যুটিং করানো, মুখ্য চরিত্রের অভিনেতা বা অভিনেত্রীকে সারা মাস কাজ করানো কিংবা দিনে ১৭-১৮ ঘন্টা কাজ চালিয়ে যাওয়া এসব নিয়েই মুখর হয়েছিল বাংলা টেলিভিশন জগতের শিল্পীরা|

এবার সেই বিষয়ে রাশ নিজ হাতে নিল আর্টিস্ট ফোরাম, আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে কোনো শিল্পীর যদি ফুল ডেট নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তাঁকে ১০ঘন্টার বেশি কাজ করানো যাবেনা| এছাড়াও যে শিল্পীরা মুখ্য চরিত্রে অভিনয় করে থাকেন তাঁদের দিয়ে সারা মাস কাজ করানো নিয়েও শিল্পী মহলে ছিল অসন্তোষ| তবে এবার সেবিষয়ে আর্টিস্ট ফোরামের হস্তক্ষেপে পরিস্থিতি পাল্টাতে পারে বলে মনে করা হচ্ছে| আর্টিস্ট ফোরামের তরফে আট দফার একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনও প্রডাকশন হাউজ কোনও শিল্পীকে ১০ঘন্টার বেশি কাজ করাতে পারবেন না| সেরকম মনে হলে অতিরিক্ত চার ঘন্টা শিল্পীকে দিয়ে কাজ করানো যেতে পারে তবে সেবিষয়ে শিল্পির মত রয়েছে কিনা তা জানা প্রয়োজন| সেক্ষেত্রে ঘন্টা পিছু বাড়তি পারিশ্রমিক গুনতে হবে ওই প্রডাকশন হাউজকে|

রাত দশটার মধ্যে শ্যুটিং প্যাক আপ করতে হবে| এমনকি শিল্পীকে মাসে ২৩দিনের বেশি কাজ করানো যাবেনা, মাসে সর্বোচ্চ সাতদিন রাতে শ্যুটিং করা যাবে|

শিল্পীরা যাতে সঠিক সময়ে পারিশ্রমিক পান সেই নিয়েও নির্দেশিকা জারী করা হয়েছে ফোরামের তরফ থেকে| পরের মাসের ১৫ তরিখের মধ্যে শিল্পীদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে| এর ফলে শিল্পীদের যে দীর্ঘদিনের ক্ষোভ ও অভিযোগ ছিল তা মেটানো যাবে ও সমস্ত সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করা হচ্ছে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...