ভারতের তিনটি ঐতিহ্যশালী মূর্তি, একটি হলো তামিলনাড়ুর দুই ‘দ্বারপাল’ এবং অপরটি হলো রাজস্থানের ‘নাগরাজ’| ভারতের এই তিন মূর্তি চোরাচালানকারী সুভাষ কাপুর বিক্তি করে দিয়েছিল| সেই বিক্রি হয়ে যাওয়া মূর্তিই আবার ভারতের হাতে ফেরানোর জন্য উদ্যোগী অস্ট্রেলিয়া সরকার| অস্ট্রেলিয়ার প্রধাণমন্ত্রী স্কট ম্যারিসনের ২০২০ সালের ভারত ভ্রমনের সময় তা তিনি তুলে দেবেন আবার ভারতের হাতে|
প্রধানমন্ত্রী স্কট ম্যারিসন, বিদেশ বিষয়ক মন্ত্রী মেরিজ পাইন এবং যোগাযোগ, সাইবার সুরক্ষা এবং কলাবিভাগের মন্ত্রী পল ফ্লেচার সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া একটি যৌথ স্টেটমেন্ট-এ তারা জানান, ভারত থেকে এই মূর্তিগুলি অত্যন্ত বিশ্বাসের সাথে কেনা হয়েছিল| কিন্তু অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারির করা একটি গবেষণাই এই মূর্তিগুলি তাদের ফেরত দিতে বাধ্য করলো|
জানা গেছে, দ্বারপালের মূর্তিগুলি ছিল ১৫ শতকের এবং রাজস্থানের নাগরাজের মূর্তিটি ছিল ৬ থেকে ৮ শতকের মধ্যে তৈরী| অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, ভারতের প্রাচীন সংস্কৃতির প্রতি তাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে| তাছাড়া ভারতের সম্পদ ভারতের কাছে ফিরিয়ে দিয়ে এদেশের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখতে চাইছে অস্ট্রেলিয়া| জানা গেছে, ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই সাংস্কৃতিক ঐতিহ্যবহনকারী জিনিসের আমদানি, রপ্তানি এবং পরিবহনের ক্ষেত্রে ইউনেস্কো ১৯৭০ এর কনভেনসন অফ দি মিনস অফ প্রোহিবিটিং অ্যান্ড প্রিভেনশন আইনের অধীনে থাকা দেশ| বিদেশ বিষয়ক মন্ত্রী মেরিজ পাইন জানান, অস্ট্রেলিয়ার সাথে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির টাই আপ হওয়ার ফলে দুই দেশই ওপর দেশের সংস্কৃতির ছোঁয়া পাচ্ছে| এই সময়ে দাঁড়িয়ে ভারতের ঐতিহ্যবাহী মূর্তিগুলি ফেরত দিলে সেই সম্পর্ক আরো সুগঠিত করে তোলা যাবে|
কলাবিভাগের মন্ত্রী পল ফ্লেচার জানান, এইসব প্রাচীন ঐতিহ্য মডার্ন সোসাইটির জন্য একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আকরণ এর ফলেই অন্যান্য সম্প্রদায়গুলি এইসব প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে| অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ভারতে এবং ইউনাইটেড স্টেটে নিউ ইয়র্ক-এর জনপ্রিয় আর্ট ডিলার সুভাষ কাপুরের বিরুদ্ধে মামলা চলছে| এই মামলায় অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কিছু করা হচ্ছেনা বলেই জানিয়েছেন তারা| ইন্ডিয়া প্রাইড সংস্থার ফাউন্ডার এস বিজয় জানিয়েছেন, ভারত থেকে চুরি যাওয়া তামিলনাড়ুর দ্বারপালের মূর্তি দুটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারিতে আনা হয়েছিল প্রায় ৪৯৫,০০০ ডলারের বিনিময়ে| অন্যদিকে, নাগরাজের মূর্তিটি আনা হয়েছিল ৩৩৭,৫০০ ডলারের বিনিময়ে| তিনি জানান, এই মূর্তিগুলির ফেরত গ্যালারির সাথে হওয়া ৮ বছরের এক লড়াইয়ের সমাপ্তি হতে চলেছে|