শিল্পচর্চা ফাউন্ডেশনের আয়োজনে শহরে ৪ দিন ব্যাপী ‘পেইন্টিং, স্কাল্পচার এবং গ্রাফিক্স’ প্রদর্শনী

শিল্পের ভেতর দিয়ে বহুমাত্রিক প্রকাশ খুঁজে পায় জীবন। যেকোনো শৈল্পিক প্রকাশে শিল্পীর আবেগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তা উপভোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তির আবেগ। শিল্পীর সঙ্গে ব্যক্তির আবেগের সাদৃশ্য যেমন থাকতে পারে, তেমনি একটি দ্বান্দ্বিক অবস্থাও তৈরি হতে পারে। সংবেদনশীল মানুষ ভেতরের যন্ত্রণা সম্পর্কে সচেতন এবং সেই যন্ত্রণাটি সে জীবনভর বহন করে চলে, যদি শিল্পী হয় তাহলে নিজস্ব শৈল্পিক প্রকাশের ভেতর দিয়ে, আর ব্যক্তি হলে সৃষ্টির আবেগের সঙ্গে একাত্মতা অনুভবের মধ্য দিয়ে। সমাজের শিল্প সৃষ্টির দৃষ্টিভঙ্গির চারিত্র্য নির্মাণ প্রয়োজন, যাতে খাঁটি শিল্প নির্মাণ সম্ভব হয়, যা একটি জাতির আন্তর-অনুভূতির সঙ্গে যোগসূত্র স্থাপন করতে সক্ষম হবে।

আমাদের এ শহর শিল্পের শহর, সংস্কৃতির শহর, ঐতিহ্যের শহর। আর এবার শিল্পচর্চা ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে ৪ দিন ব্যাপী পেইন্টিং, স্কাল্পচার এবং গ্রাফিক্স প্রদর্শনী। প্রদর্শনীটি ৮ থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায়।  

শুভ উদ্বোধন ৮ সেপ্টেম্বর, বিকেল ৫ টায়। উপস্থিত থাকবেন শ্রী দেবব্রত চক্রবর্তী ( বিশিষ্ট শিল্পী-শিল্প সমালোচক) শ্রীমতী মধুছন্দা সেন (শিল্প-প্রেমী, ওনার অফ ‘মায়া আর্ট স্পেস’)।

এটা শেয়ার করতে পারো

...

Loading...