বর্ম বদল

পুলিশ ও সি.আর.পি.এফ.এ মহিলা কর্মীদের জন্য নতুন বর্ম আসতে চলেছে। এতদিন পুরুষ ও মহিলা কর্মী উভয়ের জন্যই একই রকমের বর্ম ছিল। পুরুষদের বর্ম পড়েই এতদিন কাজ করে এসেছেন মহিলা পুলিশ ও সি.আর.পি.এফ.এ কর্মীরা এবং সেক্ষেত্রে তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। মহিলা পুলিশ কর্মীদের সুরক্ষার কথা ভেবেই এই পরিকল্পনা। মহিলা কর্মীদের এই স্পেশাল বর্মের নাম দেওয়া হয়েছে ফুল বডি প্রোটেক্টরস’

মহিলাদের শারীরিক গঠনের কথা মাথায় রেখে এই বর্ম ডিজাইন করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ অফিসার সুমন নুলওয়া(দিল্লী পুলিশ ট্রেনিং স্কুলের অফিসার)বলেছেন শুধুমাত্র মহিলা পুলিশদের জন্যই এই বিশেষ বর্ম বানানো হচ্ছে যা মহিলা কর্মীদের শারিরীক ভাবে সুরক্ষা দেবে এবং স্বতস্ফূর্ত ভাবে তারা তাদের কর্ম সম্পাদন করতে পারবে। 

মহিলা পুলিশ কর্মীদের অসুবিধা শুধুমাত্র পুরুষদের পোশাকেই সীমাবদ্ধ নয়, অসুবিধা হত হেলমেটের ক্ষেত্রেও। তাদের বর্মের একটি বিশেষ অংশ হল হেলমেট কিন্তু পুরুষ কর্মীদের জন্য প্রস্তুত হেলমেট মহিলা কর্মীদের মাথায় ফিট হয় না, ফল স্বরূপ সব মিলিয়ে তাদের ডিউটি করতে অসুবিধা হয়। 

মহিলা কর্মীদের বর্মে যে স্পেশাল সংযোজনগুলি থাকছে তা হল ‘ফ্রন্ট অ্যান্ড ব্যাক শিল্ড, আর্ম গার্ড, শোল্ডার প্যাড ইত্যাদি। এই নতুন বর্ম পেলে আশা করা যায় পুলিশ এবং সি.আর.পি.এফ.এ মহিলা কর্মীরা বহুলাংশে উপকৃত হবেন।  

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...