থিমের লড়াইয়ে বেশীরভাগ ক্লাবই কিন্তু নিজেদের থিমের আত্মপ্রকাশের মাধ্যমে মানুষকে জানান দেয় তাদের পুজোয় কেন আসতে হবে। কিন্তু এক্ষেত্রে অর্জুনপুর আমরা সবাই-এর ধারণা একেবারে আলাদা। থিমকে সম্পূর্ণ গোপনে রেখে একটি চাপা উত্তেজনা তৈরি করতে চায় দর্শনার্থীদের মধ্যে।
‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে হাজির হয়েছিল অর্জুনপুর আমরা সবাই ক্লাব। সঞ্চালক সিঞ্চিতার সাথে নিজেদের পুজো নিয়ে আড্ডা দিলেন ক্লাবের প্রেসিডেন্ট মৌসুমী নস্কর, মহিলা সদস্যা অপরাজিতা দত্ত এবং সম্পাদক সোনালী ব্যানার্জী।এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোর কিন্তু বেশ কিছু বিশেষত্ব রয়েছে। প্রথমত ক্লাবটির পরিচালনা করছেন সম্পূর্ণ মহিলারাই। শতাধিক মহিলা সদস্যা রয়েছেন এই ক্লাবে। দ্বিতীয়ত, এবারের পুজোর থিম আর্টিস্ট এসেছেন দেশের রাজধানী দিল্লী থেকে, তার নাম ওয়াসিম ওয়াকিফ। এবং শেষ চমক হিসেবে প্রতিমা শিল্পী এসেছে সুদূর ভিয়েতনাম থেকে।
আর তাই নিজেদের ৪৬তম পুজোয় বিশেষ একটি চমক হিসেবে দর্শকদের উৎসাহী করে রাখছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এই বছর তাদের থিমের নাম ‘লয়’। সপ্তমী পর্যন্ত পাড়ার প্রতিটি মহিলাই একই রকমের পোষাক পড়বেন, যা থাকবে থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া নবমীতে মায়ের উদ্দেশ্যে ভোগ প্রদান করা হবে এবং পুজোর কোনও দিন একটি প্রীতিভোজের আয়োজন করা হবে। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো দেখতে আসতে গেলে দমদম কিংবা কবি সুভাষগামী মেট্রো ধরে নামতে হবে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। সেখান থেকে তেঘরিয়া যাওয়ার কোনও বাস ধরে নামতে হবে তেঘরিয়া স্টপেজে। সেখান থেকে কিছুটা হাটলেই পেয়ে যাবেন তাদের পুজোমন্ডপ।