ধারাবাহিকে ফিরছেন অর্জুন চক্রবর্তী। দীর্ঘদিন পরে আবারও ছোটপর্দায় তাকে দেখতে পাবে ভক্তরা। তবে বাংলা ধারাবাহিক নয়, এবার তাঁর পথচলা হিন্দি ধারাবাহিকের হাত ধরে।
হাইলাইটসঃ
১। ধারাবাহিকে ফিরছেন অর্জুন চক্রবর্তী
২। এবার তাঁর পথচলা হিন্দি ধারাবাহিকের হাত ধরে
৩। অর্জুনের বিপরীতে দেখা যাবে শ্রুতি বিস্তকে
টলিপাড়ার জনপ্রিয় মুখ অর্জুন। ‘বাপি বাড়ি যা’, ‘এক্স প্রেম’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সহ নানা সিনেমায় দেখা গেছে তাঁকে। কিন্তু শুধুমাত্র চলচিত্রের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেননি তিনি। ঋতুপর্ণ ঘোষের ধারাবাহিক ‘গানের ওপারে’ দিয়ে প্রথম সিরিয়াল জগতে পা রাখেন। এরপর ‘জামাই রাজা’ ধারাবাহিকও তিনি যথেষ্ট জনপ্রিয়তা কুড়িয়েছিল। তবে সিরিয়াল থেকে বেশ কিছুদিন বিরতি নিলেও আবারও ধারাবাহিকের পর্দায় ফিরছেন তিনি।
তবে এটি তাঁর প্রথম হিন্দি ধারাবাহিকে কাজ। এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘পিঙ্ক’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। তবে আসন্ন সিরিয়াল নিয়ে এই মুহুর্তে কিছু জানাননি তিনি। জানা গেছে, ধারাবাহিকের কাহিনিকার সাহানা দত্ত। তিনি কালার্স, ভায়াকমের সঙ্গে যৌথ প্রযোজক হিসেবে কাজ করছেন। পরিচালনায় রয়েছেন রবি ভূষণ। এই ধারাবাহিকে অর্জুনের বিপরীতে দেখা যাবে শ্রুতি বিস্তকে। পারিবারিক আবহে এই ধারাবাহিকের গল্প এগোবে। মূলত কলকাতাকে কেন্দ্র করেই এগোবে ধারাবাহিকের কাহিনি।
বর্তমান সময়ে সিনেমার অভিনেতারা ধারাবাহিকে কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন। আদৃত রায়, জিতু কমল, দিতিপ্রিয়া রায় সহ বহু অভিনেতা এই তালিকায় রয়েছেন। এবার সেই তালিকাতে যোগ হলেন অর্জুন চক্রবর্তী।