বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষ অংশ অবলম্বনে তৈরি হচ্ছে ‘অভিযাত্রিক’। পরিচালক শুভ্রজিত মিত্র। অপূর্ব কুমার রায় অর্থাৎ অপুর চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। কথা ছিল এই চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের আরফিন শুভ। কিন্তু ভিসা না মেলায় অপু চরিত্রটি হাত ছাড়া হয়ে যায় তাঁর। অনেক লুক টেস্টের পর অবশেষে অপু হিসেবে নির্বাচিত হলেন অর্জুন চক্রবর্তী। অপর্ণার চরিত্রে ধরা দেবেন দিতিপ্রিয়া রায়। লীলার চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায়, রানু দি’র চরিত্রে শ্রীলেখা মিত্র, রানুর দিদির চরিত্রে সোহাগ সেন।
১৯৫৯ সালে ‘অপুর সংসার’-এ অপুর কাঁধে তার ছেলে কাজলের পথ চলা দিয়ে শেষ হয় অপুর কাহিনী। এবার আবার নতুন করে অপুকে ফিরে পাওয়ার পালা। প্রায় ৬০ বছর পর অপুর চরিত্র ফিরছে বড় পর্দায়। বাবা-ছেলের সম্পর্কের রসায়ণ এই ছবির মূল উপজীব্য বিষয়। ভারতের বিভিন্ন জায়গায় শুটিং হবে এই ছবির। সাদা-কালো ছবি হতে চলেছে ‘অভিযাত্রিক’। পরিচালকের কথায় এই সাদা-কালো পথেই দর্শক অপুকে বেশি ভালবাসেন এবং বাসবেন। আর এতেই শৈল্পিক মান বাড়বে ছবির। ১৯৪০-এর ভারত উঠে আসবে ‘অভিযাত্রিক’-এ। গৌরাঙ্গ জালানের প্রযোজনায় আসছে এই ছবি।