অরিন্দমের আগামী ছবি বাংলা সিনেমার শতবর্ষ নিয়ে

বাংলা ছবির ১০০ বছরের প্রেক্ষাপ্রটকে ভিত্তি করে নতুন সিনেমা আনতে চলেছেন পরিচালক অরিন্দম শীল ১৭ই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল তাঁর নতুন ছবি মায়াকুমারির শ্যুটিং

নতুন এই ছবিতে বাংলা ছবির বিগত ১০০ বছরের সময়কালকে তুলে ধরেছেন পরিচালক অরিন্দম। ১৯৪০ সালের মায়াকুমারি ও কাননকুমার রোমান্টিক জুটি হিসেবে জনপ্রিয়তা লাভ করে। তারপর একদিন মায়াকুমারি রুপোলি পর্দা ছেড়ে অন্তরালে চলে যান কেন চলে যান তাই আগামী ছবির প্রেক্ষাপট। এই গল্পের ওপর ভিত্তি করেই এই সিনেমা তৈরি করা হচ্ছে। মায়াকুমারির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কাননকুমারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।

মায়াকুমারির স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্তকে। এরা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রাশিস আচার্য, অরুনিমা ঘোষ, শুভশ্রী করকে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে অরিন্দমের অন্যান্য ছবির মতই থাকবেন বিক্রম ঘোষ। অরিন্দমের এই ছবিরও প্রযোজনা করতে দেখা যাবে ক্যামেলিয়া প্রোডাকশনসকে। যারা অরিন্দমের আগের ছবি মিতিন মাসির প্রযোজনা করেছিল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...