‘গোত্র’র জন্য গাইলেন অরিজিৎ সিং

আজ সকালে সামনে এল ‘গোত্র’র আরও একটি গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। এই প্রথম উইন্ডোজ প্রোডাকশনের জন্য গান গাইলেন তিনি। মা’ শীর্ষক গানটির কথা ও সুর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের।

 “তুমি নরম ফুলের গান,
তুমি গরম ভাতের ভাপ।
তুমি অভিমানের চুপ,
তুমি কান্না জমা মোম ।
... আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা”- লাইনগুলি কিছুক্ষণের জন্য হলেও তারে জমিন পর’ ছবির ‘তুঝে সব হ্যায় পতা মেরি মা’... গানটির কথা মনে করিয়ে দিল। যদিও হিন্দি গানটির অনুবাদ এখানে করা হয়নি। কিংবা সুরের বাঁধনও এক নয়। সম্পূর্ণ অন্য এক ধরনের ট্রিটমেন্টে গানটি বেঁধেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। তবু কোথাও গিয়ে এই গানটিও চোখে জল এনে দিল। এক ছেলে যখন মায়ের কথা চিন্তা করে আর তখন ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে এমন একটি গান তখন মন কেমন করা এক অনুভূতি মাথা চাড়া দেবে এটাই স্বাভাবিক। তবে, এই মন কেমন করা অনুভূতিতে ক্ষণিকের জন্য আনন্দে ভরিয়ে দিতে হাজির হন অম্বরীশ ভট্টাচার্য।

জন্মাষ্টমী তিথিতে জন্ম হয় ভগবান শ্রী কৃষ্ণের। আর সেই দিনই মুক্তি পাবে গোত্র’ ‘গোত্র’ এক মা ও ছেলের গল্প বলবে। এর মাঝে রয়েছে অনেক ঘাত প্রতিঘাত, অভিমান, শাসন, স্নেহ, ভালবাসা। মায়ের ভূমিকায় অনসূয়া মজুমদার, ছেলের ভূমিকায় নাইজেল আকারা। নাইজেলের প্রেমিকার ভূমিকায় ধরা দেবেন মানালি দে।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...