"এবার শুধুই দেব না। নেবও।"- এই শর্ত সামনে রেখেই টিভির পর্দায় আসছে নতুন নন ফিকশন 'অদল বদল'। আপনি তৈরি তো?
বাড়ি বাড়ি গিয়ে খেলবেন কাঞ্চন মল্লিক। প্রতিযোগীকে বাজি রাখতে হবে দুটি জিনিস। তিনটির মধ্যে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই বাজি রাখা পুরনো জিনিসটির বদলে মিলবে নতুন একটি। আর যদি একটি প্রশ্নেরও সঠিক উত্তর না মেলে তা হলে বাজি রাখা জিনিস দুটি নিয়ে নেবে 'অদল বদল'। এমনই খেলার নিয়ম। প্রতিযোগী পরিবার পাশের বাড়ির কারো কাছ থেকেও উত্তরের জন্য সাহায্য নিতে পারেন। সেই পড়শির বাড়িতেও ঢুকবে কাঞ্চন সহ গোটা ইউনিট। পাড়ায় পাড়ায় চলছে শুটিং।
শো-এর আনুষ্ঠানিক ঘোষণা পর্বটি চ্যানেল সারল বেহালার আর্কেডিয়া ক্লাব প্রাঙ্গণে। সেখানকার বাসিন্দাদের নিয়েও খেলল চ্যানেল। সবমিলিয়ে ঘোষণা পর্বটি হয়ে উঠেছিল বেশ মজাদার। হাজির ছিলেন শো-এর হোস্ট কাঞ্চন মল্লিক এবং চ্যানেলের বাংলা এবং ওড়িশার বিজনেস হেড রাহুল চক্রবর্তী।
শো'টি প্ল্যান করার সময়ই কাঞ্চনের কথা মনে আসে বলে জানিয়েছেন রাহুল চক্রবর্তী। কারণ এর আগে 'জনতা এক্সপ্রেস' করে আমজনতার মন জয় করে নিয়েছিলেন তিনি। মানুষের সঙ্গে মিশে যেতে কাঞ্চনের মতো কে আর পারেন?
এই শো-এর টাইটেল ট্র্যাকটিও গেয়েছেন কাঞ্চন মল্লিক। এই প্রথমবার দর্শকের জন্য গান গাইতে পেরে বেশ খুশি তিনি। নিজের প্রতি এতটুকু আস্থা ছিল না গান নিয়ে। কিন্তু গেয়ে ফেললেন। আমজনতার দরজায় কড়া নাড়ার পর অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। নিজেই জানিয়েছেন সেই কথা।
২২ জুলাই থেকে বাংলা টেলিভিশনের পর্দায় ঠিক বিকেল সাড়ে ৫ টায় আসছে এই গেম শো'টি।