প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান ও সুশীলা চরকের দ্বিতীয় সন্তান আরবাজ খান। শুরুতে অভিনেতা হিসাবে বলি পাড়ায় পা রাখলেও পরবর্তীকালে পরিচালক ও প্রযোজকের কাজও শুরু করেন। জীবনের প্রথম সিনেমা তাকে ফিল্ম ফেয়ার এওয়ার্ড এনে দেয়। ১৯৯৬ সালে 'দারার' ছবিতে একজন মনস্তাত্ত্বিকের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি 'ফিল্মফেয়ার বেস্ট ভিলেন এওয়ার্ড' পান। তারপরে অনেক ছবিতে তার অভিনয় দর্শকদের মন কেড়েছেন। প্রযোজক আরবাজ খানের ঝুলিতেও আছে পুরস্কার। ২০১০ সালে 'দাবাং' ছবিটি 'ফিল্মফ্য়ার বেস্ট মুভি' ও 'ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড ফর বেস্ট পুপুলার ফিল্ম প্রভাইডিং হোলসম এন্টারটেনমেন্ট' । পরিচালক আরবাজ খান ও কোন অংশেই কম যায় না বাকিদের থেকে। ২০১২ সালে দাবাং -এর সিকুয়েল 'দাবাং-টু' ছবিটি 'জি সিনে এওয়ার্ড' ও 'অপসরা এওয়ার্ড' পেয়েছেন।
জন্মদিনের এই শুভক্ষনে অভিনেতা তথা প্রযোজক তথা পরিচালক কে জিয়ো বাংলার তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।