Aratrika Maiti: জন্মদিনে মনের মানুষকে কী পাশে পেল ‘মিঠিঝোরা’ –র নায়িকা আরাত্রিকা? কী বলছে তাঁর সমাজমাধ্যম পোস্ট?

বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি। শুক্রবার ছিল তার জন্মদিন। এই বছর ২০ তে পা দিলেন নায়িকা। এই দিন পরিবারের সাথে নিজের জন্মদিন পালন করেছেন তিনি। তবে মনের মানুষও কি পাশে ছিল তার এই বিশেষ দিনে? জন্মদিনে তার সমাজমাধ্যম পোস্ট দেখে এমনই প্রশ্ন উঠছে ভক্তদের মনে।

বর্তমানে 'মিঠিঝোড়া' ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা। সেখানে তিনি তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন যেতে নিয়েছেন। এর আগে জি বাংলার পর্দাতেই 'খেলনা বাড়ি' সিরিয়ালে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে চলেছিল সেই সিরিয়াল। এত কম বয়সে তার অভিনয়ে ততদিনে দর্শক সংখ্যাও দ্রুত বেড়ে উঠেছে।

তবে শুধুমাত্র অভিনয় জগৎ নয়, সমাজমাধ্যমেও বেশ সক্রিয় আরাত্রিকা। ফেসবুক, ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর কারণও রয়েছে। সমাজমাধ্যমে রোজই কিছু না কিছু পোস্ট করেন তিনি। রিলস, পোস্ট, লাইভ সবেতেই দর্শকদের সাথে নিজের জীবনের মুহূর্ত ভাগ করে নেন। তাই জন্মদিনেও এর ব্যাতিক্রম হয়নি। বাবা-মায়ের সাথে হইহই করে কেক কেটেছেন তিনি। তবে জন্মদিনের এই পোস্টে বাবা-মার ছাড়াও আরেক ব্যক্তি উঁকি মেরেছেন। তিনি অভিনেতা আর্য দাশগুপ্ত।

aratrika arya dasgupta

আরাত্রিকার জন্মদিনের পোস্টে দেখা গেছে, নায়িকাকে জন্মদিনে এক গোছা গোলাপ ফুলের তোড়া দিচ্ছেন আর্য। একসাথে বসে ছবিও তুলেছেন তারা।

এর আগেও নায়িকার নানা পোস্টে আর্যকে দেখা গিয়েছে। একসাথে শপিং থেকে বেড়াতে যাওয়া, সবেতেই উপস্থিত থাকেন অভিনেতা। আর এবার জন্মদিনের পার্টিতেও তার ব্যতিক্রম হল না। এই দুই জুড়ির মধ্যে প্রেমের গুঞ্জন ইতিমধ্যেই রমরম করছে। এবার এই তারকা জুটি কবে এই গুঞ্জনে শিলমোহর দেবেন, এবার এটাই দেখার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...