আগ বাড়িয়ে বোকা বনেছেন কখনও?

সোমরাজ দাস, বেহালা

 

 

বোকা হতে কার আর ভালো লাগে?

 কেউ তো নিজে আগ বাড়িয়ে বোকা হতেও চায় না কিন্তু ভাগ্যের পরিহাসে যদি হয়ে যান! তাহলে আর বাঁচার উপায় কৈ?

কখনও নিজের প্রিয় মানুষের কাছে বোকা বনেছেন?

 হয়তো খারাপ লাগে না সেই মুহুর্তে, কিন্তু অজান্তে যদি কোনও সত্যি বেরিয়ে আসে! তখন? এক্কেবারে আক্কেলগুড়ুম!

আমার সঙ্গেও এরকমই কিছু ঘটেছিল।

april-2

খুলেই বলি, ঘটনাটা দুয়েক আগেকার। হোয়াটস্অ্যাপে একটা মেসেজ এল আমার বান্ধবীর –

"কিরে! কী করছিস?

আজ ফ্রি আছিস?

 একটু বেরতে পারবি আমার সঙ্গে, এই বিকেলের দিকে?"

 অত সাতপাঁচ না ভেবে বলে দিলাম - "হ্যাঁ, ফ্রি আছি চল!"..

মেয়েটি আমার স্কুললাইফ থেকে বেস্টফ্রেন্ড- এটা আগে বলে নিলাম, তাহলে পরে আমার অবস্থাটা বুঝতে আপনাদেরই সুবিধা হবে!

 মেসেজে মেসেজে কথা চলছে। একথা- সেকথা। আড্ডায় যেমন হয় আর কী!

কথায় কথায় ও হঠাৎ বলল, " শোন না! একটা কথা বলব, রাগ করবি না তো?"  

 আমি বললাম - " বেশি ঢং না করে বলে ফেল তাড়াতাড়ি..."

 ও হঠাৎ কথায় কথায় হেঁয়ালি করতে করতে বলল - "আই লাভ ইউ রে, অনেকদিন ধরে তোকে ভালো লাগে, আমরা এতদিন ধরে বেস্টফ্রেন্ড তাই তোকে বলতেও ভয় লাগছিল! যদি কিছু মনে করিস, আমাদের কথা বন্ধ হয়ে যায়",

মেসেজটা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম! ঠিক পড়ছি তো!

april-3

বললাম -" কি বলছিস রে , ইয়ার্কি মারিস না!",

ও বলল - " না রে সত্যি! এই জন্যই তোকে বলতে ভয় লাগছিল।"

আমার তখন মাথা ঘুরছে। মুখ দিয়ে কথা সরছে না। ভাবছি এই মুহূর্তে আমার সঙ্গে যেটা ঘটছে, সেটা সত্যি তো? নাকি হ্যালুশিনেশন!  

আমার ছোট্টবেলার বন্ধু, তারওপর স্কুল লাইফের ক্রাশ, আমার বেস্টফ্রেন্ড আমাকে প্রপোজ করল!

 আমি এতদিন ধরে যেটা বলতে চেয়েও পারছিলাম না, সেটা ও নিজেই বলে দিল !

 আমি তাড়াতাড়ি করে ওকে ফোন করলাম আর গড়গড়িয়ে আমার সব মনের কথা বলে দিলাম!

 "আমি তোকে ছোটবেলা থেকে ভালোবাসি, তুই আমার ক্রাশ কিন্তু বলতে পারিনি, কারণ তোকে হারানোর খুব ভয় হত! আর আজ তুই নিজেই যখন বলে দিলি, আমিও আর নিজের মনের কথাটা আটকে রাখতে পারলাম না। বলেই ফেললাম তোকে!"

april-1

তারপর, একেবারে চুপ...কেউ কিচ্ছু বলতে পারছি না। মাথার মধ্যে শুধু হাতুড়ি পেটার আওয়াজ হচ্ছে। গলা শুকিয়ে কাঠ।  

ওদিক থেকে ও বললো - "ভাই আজ ফার্স্ট এপ্রিল!  এপ্রিল ফুল ডে... আমি ইয়ার্কি করছিলাম!

তোর সঙ্গে ইয়ার্কি করব না তো আর কার সঙ্গে করব বল...!"

আমি হতভম্ভ! এরকমও হয়!

...আর কিচ্ছু বলতে পারলাম না। ফোনটা কেটে দিলাম।

আর আজ, ও ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ২ বছরের রিলেশনসিপ অ্যানিভার্সারি পালন করছে। আর আমি আপনাদের সাথে আমার কমেডি অফ ইররস্'র গল্পটা শেয়ার করছি।

april-4

প্রথম এপ্রিলে আপনাদের সঙ্গেও এরকম এপ্রিল ফুল হয়েছে কখনও?

 তাহলে আমাকেও জানান, ভাগাভাগি করে নিলে দুঃখটা কমে যায় শুনেছি।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...