Aprakashito: হৃত সম্মান ফিরে পেতে নিজের আত্মজীবনী প্রকাশ, মুক্তি পেল ‘অপ্রকাশিত’

বাস্তব জীবনের ছায়ায় তৈরি হয় সিনেমা। রিল ও রিয়েল লাইফের মেলবন্ধনে দর্শক উপভোগ করেন ঘটনা, চরিত্র ও দৃশ্যপট। কাহিনির এমনই এক আঙ্গিক নিয়ে স্বর্ণালী এন্টারটেনমেন্টের -এর প্রযোজনায় ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নতুন বাংলা ছবি ‘অপ্রকাশিত’।

এই ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য। সিনেমার প্রধান চরিত্র পাঠক মহলে প্রবল সমালোচিত প্রখ্যাত সাহিত্যিক অমিত দত্ত। কারণ তিনি নাকি অন্যের লেখা নিজের নামে ছাপিয়ে খ্যাতি পেতে চান। এমন কি তাঁর প্রতি অভিযোগ বিগত দুই দশক ধরে তাঁর যা কিছু খ্যাতি, অর্থ, সবকিছুর অন্তরালে রয়েছে এক নৃশংস অপরাধ। এই কারণেই সমালোচনা, ষড়যন্ত্র, তর্ক-বিতর্ক ও পুলিশি ঘেরাটোপ থেকে বাঁচতে অমিত সিদ্ধান্ত নেন নিজের জীবনী প্রকাশ করার। এর মাধ্যমেই হয়তো তিনি পাঠক মহলে পুনরায় হৃত সম্মান ফিরে পেতে পারেন। তাই সেই উদ্যেশ্যে দিনের পর দিন এক সাংবাদিকের সাক্ষাৎকারের মাধ্যমে তার জীবনের সংগ্রাম, খ্যাতি, অর্থ, পুরস্কার প্রাপ্তির ঘটনা, পুঙ্খানুপুঙ্খ বলতে থাকেন। প্রকাশিত করেন তাঁর জীবনী। কিন্তু ঘটনাচক্রে একদিন শিশুহত্যার অভিযোগে গ্রেপ্তার হন অমিত দত্ত এবং সেই নবীন সাংবাদিক অমিত দত্তের জীবনী লিখতে গিয়ে তাঁর চরিত্রটিকে এক খল চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করে। কিসের লোভে? কাদের পরামর্শে? অমিত দত্ত কি পারবেন এই বিশ্বাস ঘাতকতার প্রতিশোধ নিতে? – এই নিয়েই এগিয়েছে কাহিনির সূত্র।

পরিচালনায় রয়েছেন সোহম আচার্য, প্রধান সহযোগী পরিচালকের দায়িত্বে রয়েছেন মেহবুব উল হক্, চিত্রনাট্য লিখেছেন সোহম ও স্বর্ণার্লী আচার্য, সঙ্গীত সামলেছেন সোহম আচার্য, প্রযোজনায় রয়েছেন স্বর্ণালী আচার্য ও সম্পাদনায় রয়েছেন অভিষেক মণ্ডল। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, আরিয়ান ভৌমিক, দেবলীনা দত্ত, লামা হালদার, রানা বসু ঠাকুর, বুদ্ধদেব ভট্টাচার্য সহ নানান বিশিষ্ট কলাকুশলীরা। ক্যামেরায় রয়েছেন আশিষ হালদার, পোস্ট প্রোডাকশনের দায়িত্ব সামলেছেন টকী স্টুডিও।

সত্য ও মিথ্যার দোলাচল নিয়ে তৈরি এই কাহিনি দর্শকদের মন জয় করবে বলেই আশাবাদী সিনেমার কলাকুশলীরা। বিশ্বাস - অবিশ্বাসের এই রহস্য ভেদ করার জন্য নিজের নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখে আসতে পারেন নতুন বাংলা ছবি ‘অপরাজিত।’

এটা শেয়ার করতে পারো

...

Loading...