পাঁচ বছর পর অবশেষে অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তে চলেছেন ফরাসি অ্যাটাকার অ্যান্টোয়েন গ্রিজম্যান। সোমবার টিমের সোশাল মিডিয়া সাইটের মাধ্যমে তিনি এ কথা জানান। রিয়েন সোশিয়াড্যাড দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে পদার্পন, তারপর ২০১৪ সালে তিনি যোগদান করের অ্যাথলেটিকো মাদ্রিদে। তার পর পাঁচ বছরে মাদ্রিদের হয়ে ২৫২টি ম্যাচ খেলে করেছেন ১৩৩টি গোল। সুত্রের খবর অনুযায়ী আগামি ট্রান্সফার উইনডো তে তিনি আনুষ্ঠানিক ভাবে ছাড়তে চলেছেন অ্যাথলেটিকো-কে। এর পরে তিনি কোন দলে যোগদান করবেন তা নিশ্চিত ভাবে না জানা গেলেও গুজব উঠেছে যে বার্সোলোনা-তে যোগদান করতে পারেন তিনি। এমন কি আরও জানা গেছে যে তার নির্ধারিত ১৪০ মিলিয়ন ডলারও দিতে প্রস্তুত এই স্প্যানিশ ক্লাব। তাছাড়ও জানা গেছে যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও নেইমার-হীন প্যারিস স্যান্ট জার্মেন ক্লাবেও যোগদান করতে পারেন ২৮ বছরের এই ফরাসী অ্যাটাকার। লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের পরবর্তী খেলা লিভান্তির বিরুদ্ধে, যদি তাতে গ্রিজম্যানকে খেলায় কোচ তাহলে সেটাই হবে তার অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলা শেষ ম্যাচ। আর শেষ ম্যাচে গ্রিজম্যান তার দলকে জয় এনে দিতে পারে কিনা তা এখন সময়ের অপেক্ষা। তবে অন্তিম ম্যাচে এই ফরাসী তারকা যে মরণ কামড় দিতে চাইবেই তা বলাই বাহুল্য।