দুইবারের প্রয়াসে হয়নি, কিন্তু তৃতীয় প্রয়াসে অবশেষে সফল এফসি বার্সেলোনা। টানা ৫ বছর অ্যাথলেটিকো মাদ্রিদে খেলার পর ফরাসি ফরোয়ার্ড অ্যান্টয়েন গ্রিজম্যান যোগ দিলেন বার্সেলোনায়। ১২০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে ৫ বছরের চুক্তিতে স্বাক্ষর করালো বার্সা। নিজেদের ওয়েবসাইটে এফসি বার্সেলোনা এই কথা জানায়।
অবশ্য গ্রিজম্যান যে বার্সেলোনায় যোগ দেবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। গত মরশুম শেষ হওয়ার পরেই অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদ গত দুই মরশুমেই গ্রিজম্যানকে ধরে রাখতে মরিয়া হলেও এবার তা পারল না।
অন্যদিকে গুজব অনুযায়ী হয়ত নেইমার ও যোগদান করতে পারে বার্সেলোনায়। যদি তা সত্যি হয় তাহলে পরবর্তী মরশুমে মেসি, সুয়ারেজ, গ্রিজম্যান ও নেইমারকে নিয়ে যে বার্সেলোনা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে তা বলাই বাহুল্য।