অফিসে যাওয়ার আগে তাড়া সবারই থাকে| তারমধ্যে আপনি আগের দিন যদি জামা ইস্ত্রি করে রাখতে ভুলে যান তাহলে তো আর কথাই নেই| কোঁচকানো জামা পরে অফিসে যাওয়াও যাবে না আর এদিকে ইস্ত্রি করার সময়ও হাতে নেই| অথবা হাতে সময় আছে কিন্তু আপনি দেখলেন দরকারের সময়ে ইস্ত্রি টা বিগড়েছে| এখন উপায়? কিভাবে অফিস যাওয়ার আগে টানটান করে তুলবেন আপনার পোশাককে? লন্ড্রিতেও নিয়ে যাওয়া যাবে না| তাহলে কি আজ কোঁচকানো জামা পরেই অফিসে যেতে হবে আর গিয়ে শুনতে হবে একরাশ বকাবকি?
না| এত চিন্তার কিছুই নেই| হাতের কাছে ইস্ত্রি যদি নাও থাকে তবুও আপনি আপনার সাধের জামা তত্ক্ষনাত ইস্ত্রি করতে পারবেন| কিভবে? চলুন জেনে নেওয়া যাক|
১)জামা কাপড় ইস্ত্রি করার জন্য আপনি ব্যবহার করতে পারেন হেয়ার স্ট্রেটনার| কুঁচকে যাওয়া অংশগুলি স্ট্রেটনারের সাহায্যে খুব সহজেই সোজা করা যায়|জামার যেসব অংশ বেশি কোঁচকানো সেইসব জায়গাগুলি স্ট্রেটনার দিয়ে খুব কম পরিশ্রমেই তখনকার মত সোজা করে নেওয়া যায়|
২)সাদা ভিনিগার কোঁচকানো জিনিসের উপর খুব ভালো কাজ করে| ২ কাপ জলে ৩ থেকে ৪ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন| এবার জামার যে সমস্ত জায়গা অত্যধিক কুঁচকে রয়েছে সেখানে এই ভিনিগার ও জলের মিশ্রণটি স্প্রে করুন এবং হালকা হাতে সেই জায়গাটি ঘষে নিন| ইস্ত্রির মতো ফলাফল না পেলেও কাজ চালানোর মতো অবশ্যই পাবেন|
৩) বাড়িতে যদি হেয়ার ড্রায়ার থাকে তাহলে নিশ্চিন্ত হয়ে যান| কারণ এই ড্রায়ার দিয়ে জামাকাপড় শুকানোর কাজ আমরা প্রায়ই করে থাকি| কিন্তু এই ড্রায়ারই যে ইস্ত্রি করার কাজেও লাগতে পারে তা কি জানা আছে? প্রথমেই জামাটির সমস্ত বোতাম আটকে একটি হ্যাঙ্গারের সাহায্যে কোনো জায়গায় ঝুলিয়ে নিন| এবার একটি স্প্রে বোতলের সাহায্যে সেই জামাতে প্লেন জল স্প্রে করুন| জামাটি ভালোভাবে ভিজে গেলে গলার জায়গাটি দিয়ে ড্রায়ারটি ভিতরে ঢুকিয়ে চালিয়ে দিন| জামাটি যখন পুরো শুকিয়ে যাবে দেখবেন কেমন সুন্দর টানটান হয়ে গেছে|
৪) এতকিছু করারও দরকার নেই যদি বাড়িতে কেটলি থাকে| কেটলিতে জল নিয়ে সেই জল ফুটতে দিন| তারপর কেটলিটি ভালোভাবে গরম করে সেই কেটলিটি জামার কোচকানো জায়গার উপর ঘষতে থাকুন| ইস্ত্রি করার মত ফলাফল পাবেন|