আরেক যুদ্ধ শুরু

Farewell :  যুদ্ধ আমরা জিতে গেছি। সভ্যতার সবচেয়ে বড় যুদ্ধটা আমরা জিতে নিয়েছি। কিন্তু উল্লাস করতে গিয়ে মন আটকে যায়। পেছনে ফিরে তাকালে দেখতে পাই প্রিয়জনরা আর নেই। যেই বন্ধু কাঁধে কাঁধ রেখে আমার সাথে লড়েছিল সেই বন্ধুর দেহই খুঁজে পেলাম হয়তো শেষে। জিতে গেছি যুদ্ধ কিন্তু তার মূল্যটা যেন বেশিই দিতে হলো।

The great war : এপিসোডের শুরুই হয় আমাদের কিছু চেনা মুখকে দিয়ে যারা আজ কাঠের বিছানায় শুয়ে। তাঁদের বিদায় জানালো গোটা winterfell। John এর এক খুব সুন্দর বক্তৃতা দিয়ে তাঁদের বিদায় জানালো হলো।

 কিন্তু যুদ্ধের পর game of thrones এর চেনা কাহিনীতে ফিরে আসি আমরা। ফিরে আসি সেই ক্ষমতা আর সম্পর্কের টানাপোড়েনের জটিলতায়। Dragon queen একটা যুদ্ধ জিতে ফেলেছে, কিন্তু বাকি আরও আরেকটা বিশাল যুদ্ধ, থ্রোনে বসার লড়াই এখনো বাকি। কিন্তু daenerys এখন উত্তেজিত, সে আরেক যুদ্ধ লড়তে প্রস্তুত। তার অর্ধেক বাহিনী যুদ্ধে মারা গেছে,  শুধু কিছু সৈন্য নিয়ে kings landing এ যাওয়া মূর্খতা, কিন্তু সে তাই করলো।

The last of the starks : কিন্তু dany ছাড়াও আরেকজন আছে যে থ্রোনে বসার যোগ্য, গোপন কথা কখনো গোপন থাকে না এই ক্ষমতার খেলায়। John এর আসল পরিচয় আর গোপন থাকলো না। Dragon queen এর পাশে হয়তো আর কেউ থাকল না। থ্রোনে বসার যোগ্য দুইজন একে অপরকে ভালোবাসে যে, Dany ক্ষমতা ছাড়তে রাজি নয়,  john তার ক্ষমতা চায় না। কিন্তু মানুষ চায় তাকে। এই ট্রাজেডির খেলার পরিণতি কি আমরা জানি না।

এই এপিসোডে প্রত্যেক চরিত্রের অভিনয় নিয়ে মতামত দেওয়ার কিছুই নেই, তাদের অভিনয় সব সময় মাত্রা ছাড়ায়।

কিন্তু যা সবচেয়ে বেশি চোখে পড়ে তা হল যুদ্ধের আগে ও পরে চরিত্রদের ভাবনা চিন্তার বদল ও কাহিনীর বিভিন্ন নতুন মোড়।

                       

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...