বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১২ মে ২০১৮ শনিবার দক্ষিন কলকাতার লেক গার্ডেন্স এলাকায় অবস্থিত বিবেকানন্দ পার্কে ফোরাম ফর হিউম্যান রাইটর্সের প্রযোজনায় শুরু হয়ে গেল অনুর্দ্ধ ১৭ ও অনুর্দ্ধ ১৪ বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট। ওই এলাকা সংলঙ্গ বিভিন্ন ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহন করেছেন। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে “ফোরাম ফর হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন্স লিগ ”। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই লিগের উদ্ধোধন করা হয়। খেলা চলবে টানা ১৫ দিন ধরে। বাংলার ক্রীড়া মহল থেকে অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ফাস্ট বোলার ঝুলন গোস্বামী, উপস্থিত ছিলেন সিএবির ভাইস প্রেসিডেন্ট শিবাজি দে, উপস্থিত ছিলেন বাংলা দলের প্রাক্তন ফাস্ট বোলার শিব শংকর পাল সহ আরও অনেকে। ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক রায় এক সাক্ষাৎকারে জানান যে আগামি দিনে বাংলার উঠতি খেলোয়াড়রা যাতে বাংলা দলে খেলার সুযোগ পায় তাই জন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...