৩০ জানুয়ারি থেকে শুরু ''৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'

বারোমাসে তেরো পার্বণের বাংলায় অন্যতম বড় পার্বণ-বই পার্বণ। কলকাতা বইমেলা। প্রতিবার নতুন বছর শুরু হলেই বইমেলার জন্য মুখিয়ে থাকে বইপ্রেমীরা। যদিও করোনা পরিস্থিতি জন্য ২০২১ সালে বইমেলা স্থগিত রাখা হয়েছিল। ২০২২ সালে আবার বইমেলার আয়োজন করা হয়েছিল। রেকর্ড সংখ্যক বই বিক্রি হয়েছিল। যা আগে কোনও বছর হয়নি। মোট ২৩ কোটি টাকার বই বিক্রি হয়।

৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে ৩০ জানুয়ারি ২০২৩ সালে। তারপর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বই মেলা আয়োজন করা হবে 'বই মেলা প্রাঙ্গণ'-এ। চমক থাকছে বই মেলার থিম নিয়ে। যেখানে এবছর মেলার ফোকাল থিম কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে ইউরোপীয় দেশ স্পেনকে। তাই স্পেনীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই প্রয়াস।  যদিও এই প্রথম নয়, এর আগে ২০০৬ সালে বই মেলার থিম কান্ট্রি ছিল স্পেন। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে বই মেলা কবে থেকে শুরু হবে তা জানানো হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে অবস্থিত স্পেনের বর্তমান রাষ্ট্রদূত খোসে মারিয়া রিদাও দোমিনগেজ এবং দূতাবাসের বাকি কর্মীরা।

এই অনুষ্ঠানে বই মেলার উদ্বোধনীর দিনক্ষণ জানানোর পাশাপাশি আগামী ৯ ফেব্রুয়ারি থেকে কলকাতার লিটরেচার ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথাও জানানো হয়েছে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। অন্য বছরের বছরের মতো এবারও অনলাইনে বই মেলা দেখার সুযোগ থাকবে। যার জন্য গিল্ডের ওয়েব সাইট ও সোশ্যাল মিডিয়ায় পেজ রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...