বিজয়িনী অঙ্কিতা ভট্টাচার্য

অনেক লড়াইয়ের পর বিজয়িনী অঙ্কিতা। সা রে গা মা পার মঞ্চে জয়ের হাসি হাসলেন ইছাপুরের মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য। সিজন শুরু হওয়ার পর থেকে ২৬টি এপিসোডে চ্যাম্পিয়ন অফ দ্য ডে হয়েছেন তিনি। গতকাল চুড়ান্ত পর্বে তিনি গাইলেন এক চতুরনার করকে শৃঙ্গার’। বিচারকদের মন ভরালেন সেই গানেই।

কালিকাপ্রসাদ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার পেলেন সুমন। সেকেন্ড রানার আপ নোবেল এবং প্রিতম। ফার্স্ট রানার আপ গৌরব এবং স্নিগ্ধজিৎ। সুতরাং শ্রোতাদের গানের জাদুতে কুপোকাত করেছেন সকলেই। ক্যাপ্টেন অফ দ্য সিজন-এর খেতাব জিতলেন অঙ্কিতা। গানের পাশাপাশি নাচ এবং অভিনয়ের প্রতিও বরাবরের ঝোঁক অঙ্কিতার।

অঙ্কিতা শেষ হাসি হাসলেও মানুষের মন জয় করে নিয়েছে বাংলাদেশের নোবেলের গানও। তাঁর কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ শুনে মোহিত হয়ে যান বিচারকমণ্ডলী। সকলের পারফরম্যান্সই ছিল দুরন্ত। তবু একজন তো হবেনই সেরার সেরা। সেই নিয়ম মেনেই অঙ্কিতা নিজের ক্যারিশ্মা প্রমাণ করে জিতে নিলেন সেরার শিরোপা। পুরস্কারের বন্যায় বয়ে গেলেন তিনি। সঙ্গে অভিনন্দন আর শুভকামনা তো রয়েছেই। আগামী দিনে অঙ্কিতার গানে ইন্ডাস্ট্রি কতটা সমৃদ্ধ হয় এখন সেটাই দেখার।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...