এশিয়া মহাদেশের ১ লক্ষ ৪৭ হাজার ১৮১ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দেশ নেপাল। বেশিদিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে, কিন্তু এইটুকু সময়ের মধ্যেই বিশেষ কিছু রেকর্ডের অধিকারী হয়েছেন সেই দেশের ক্রিকেটার-রা। তার মধ্যে প্রধাণ উল্ল্যেখ্য, মাত্র দুই বল খেলে প্রয়োজনীয় রান তুলে নেওয়া। মায়ানমারকে ১১ রানে অল আউট করার পর, মাত্র দুই বলে ১২ রান তুলে ম্যাচ জেতে তারা। তেমনই আরও একটি রেকর্ডের অধিকারী হয়েছেন নেপালের মহিলা ক্রিকেটার অঞ্জলি চান্দ।
সম্প্রতি সাউথ এশিয়ান গেমস-এর মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নেমেছিল নেপাল। সেই ম্যাচেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মালদ্বীপ অধিনায়ক জুনা মারিয়াম। প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মালদ্বীপ। সপ্তম ওভারে বল করতে আসা অঞ্জলি চান্দের দুর্দান্ত স্পেলের বিরুদ্ধে মাথা নত করতে হয় মালদ্বীপের ব্যাটসম্যানদের। অঞ্জলি ২ ওভার বল করে কোনও রান না দিয়ে তুলে নেন ৬টি উইকেট। যা টি-২০ ইতিহাসে ‘বেস্ট বোলিং ফিগার’- র তকমা অর্জন করে। ফলাফল মাত্র ১৭ রানেই শেষ হয়ে যায় দ্বীপপুঞ্জের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫বল খেলেই প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল। এর আগে চায়নার বিরুদ্ধে ৬রানে ৩উইকেট নিয়ে এই রেকর্ডের অধিকারী ছিলেন মালদ্বীপের মাস এলিসা।