সংসারে অশান্তি থেকে শুরু করে অফিসে বসের বকুনি সব কিছুই বেচারা যে অঙ্গটিকে সামলাতে হয় তা হলো আমাদের মস্তিস্ক। স্বাভাবিকভাবেই এতো চাপ নিতে না পেরে কখনো কখনো মস্তিষ্ক নার্ভদের বার্তা পাঠায় প্রচন্ড রাগের একটি প্রতিক্রিয়া দেখানোর জন্য। কিন্তু রাগ হলে কি করেন আপনি? জিনিসপত্র ভাঙচুর করেন না চুপ করে থাকেন? যদি চুপ করে থাকা বেশি পছন্দ করেন তাহলে অন্য কথা কিন্তু আপনি যদি রাগের মাথায় জিনিসপত্র ভাঙতে বেশি পছন্দ করেন তাহলে একটি অদ্ভুত জায়গার খোঁজ রইলো শুধু আপনার জন্য যেখানে রাগ হলে গিয়ে আপনি আপনার পছন্দমত জিনিস ভাঙচুর করতে পারবেন এবং কেউ আপনাকে বারণও করবে না।
কি ভাবছেন? কোথায় আছে এমন জায়গা? চীনের বেজিংয়ে রয়েছে এমন একটি ঘর যেটিকে অ্যাঙ্গার রুম বলে অভিহিত করা রয়েছে। যেখানে প্রবেশ করে আপনি নিজের ইচ্ছেমত জিনিসপত্র ভাঙচুর করতে পারবেন। কেউ কিছু বলবেন না উল্টে সেখানে উপস্থিত সবাই আপনাকে এই কাজে উৎসাহিত করবে। মনের চাপ, হতাশা দূর করার জন্য তৈরী এই ঘরটির প্রশংসা না করে থাকা যায়না। এই ঘরেই সাজানো রয়েছে কম্পিউটার সেট থেকে শুরু করে টিভি, ছোটবড় ঘড়ি, কাঁচের বোতলের মতো আরও নানান সামগ্রী এবং সেগুলি ভাঙার জন্য সেখানে রাখা আছে হাতুড়ি, লোহার রড, মুগুর প্রভৃতি। যখনই রাগ মাথায় চড়ে বসবে তখনই পৌঁছে যান সেই ঘরটিতে। হাতে তুলে নিন মনের মতন হাতুড়ি বা লোহার রড তারপর শুরু করে দিন মনের সুখে ভাঙচুর করা। যতক্ষণ না পর্যন্ত মাথা ঠান্ডা হচ্ছে তখন ভাঙচুর চালিয়ে যান। মাথা ঠান্ডা হওয়ার পর সেই সময়টুকুর দাম মিটিয়ে মন শান্তি নিয়ে বাড়ি চলে যান।
বেজিংয়ের বাসিন্দা জিন মেং তার নিজের জনসংযোগের চাকরি ছেড়ে দিয়ে একটি এমন ঘর তৈরী করেন যেখানে হতাশাগ্রস্ত মানুষ এসে মনের শান্তির খোঁজ পাবেন। ঘরটির তৈরী সময়েও তিনি জানতেন না রোজ এই ঘরটিতে আসা কাস্টমারের সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাবে। তিনি জানান, এতো লোকের দুঃখ রাগ হতাশা দূর করতে পেরে তিনি খুবই খুশি।