ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। তার থেকেও বড় কথা, আগে যখন তিনি কেবল ইনসুইংয়েই ভরসা রাখতেন, এখন তিনি উইকেট নিচ্ছেন আউটসুইংয়েও। যার দরুণ ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা একপ্রকার ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল। বুমরাহ এর এরকম উন্নতির প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররাও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এর প্রাক্তন ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস প্রশংসায় ভরিয়ে দেন বুমরাহকে।
ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বুমরাহ ঝড় উঠেছিল, অ্যান্ডি রবার্টস এন্ড থেকে, সেখানেই বসেছিলেন স্বয়ং কিংবদন্তী রবার্টস। ক্রেইগ ব্র্যাথওয়েট এর উইকেটটি দেখার পর ডেলিভারির প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন রবার্টস। “দুর্দান্ত লেন্থ। এর থেকে ভালো কিছুই হতে পারে না। এই ছেলেটি (বুমরাহ) অসাধারণ। শুরু থেকেই একদম সঠিক জায়গায় বল করছে। অনেকেই এরকম করতে পারবে না।”
বরাবরই চুপচাপ থাকা রবার্টস খুব বেশি প্রশংসা করেন না ক্রিকেটারদের, কিন্তু ৬৮ বছরের এই প্রাক্তনী যখন দেখছিলেন তার স্বদেশীদের উপর এক ভারতীয় বোলার মস্তানি করছেন, তখন যেন আর নিজেকে আটকে রাখতে পারেননি। “পেসই আমার নজর কাড়ে। কিছু কিছু সময় ও (বুমরাহ) আমাদের সেরা সময়কে মনে করায়। সেই পেস, সেই আগ্রাসী মনোভাব, সেই শিল্প, সকল কিছুই একই। যেভাবে বুমরাহ ব্যাটসম্যানদের বোকা বানান, যেভাবে বুমরাহ এর ভাবনা-চিন্তা চলতে থাকে, সে আমাদের একজন হতেই পারত। একজন বোলার হিসেবে সে এতটাই পরিপূর্ণ যে সে যে কোনও যুগেই খেলতে পারত|”
চতুর্থ ইনিংসে জসপ্রীত বুমরাহ এর বোলিং ফিগার ছিল এইরকম, ৮-৪-৭-৫। পাশাপাশি প্রথম এশীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন বুমরাহ।