রাসেল এবং জয় এই দুই শব্দ কলকাতা বাসীদের কাছে প্রায় সমার্থক বলা যায়। চলতি আইপিএলে কলকাতা যে কটা ম্যাচ জিতেছে তাতে রাসেলের অবদান অতুলনীয়। রবিবারের ইডেনের ছবিটাও একই রকম ছিল। ৪০ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংসে উড়ে গেল হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্সও। চলতি মরশুমে ইডেনে শেষ ম্যাচ ছিল কলকাতার। এর পরে দুটি ম্যাচের মধ্যে একটি আছে মোহালিতে ও অপরটি আছে ওয়াংখেড়েতে। প্লেঅফসে যেতে গেলে এই দুটি ম্যাচেও কার্তিক বাহিনীর জয় পাওয়া জরুরী। রাসেলকে এই পারফরম্যান্সের বিষয় জিজ্ঞাসা করলে তিনি জানান আমার কাছে সব ম্যাচই স্পেশাল তার ওপর স্ত্রী পাশে থাকলে সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জের সমান। প্রতি ম্যাচে তিনি তার স্ত্রীকে খুশি করার জন্যও যে এইভাবে খেলেন তাও জানান ড্রি রাস। স্বামীর এ হেন ফর্মে উচ্ছসিত স্ত্রী জ্যাসিম লোরা। তিনি জানান যে রাসেলের এই পারফরম্যান্স তার কাছে পুরস্কারের ন্যায় স্পেশাল হয়ে থাকবে।