অর্ণব মিদ্যা পরিচালিত ‘অন্দরকাহিনী’ নানা ফেস্টিভ্যালে সমাদর পেয়েছে। এবার সিলেট ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা করে নিল এই ছবি। ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলেছিল সেই ফেস্টিভ্যাল। শুরুতেই দেখানো হয় ‘অন্দরকাহিনী’। এখনও অবধি ৪৩ টি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এই ছবি। সব মিলিয়ে ২৮ টি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে এই ছবি।
বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (ইন্ডিয়ান প্যানোরমা কম্পিটিশন), কান ফেস্টিভ্যাল, গোয়া ফিল্ম বাজার ২০১৭, হায়দ্রাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সাউথ ফ্লোরিডা ফিল্ম ফেস্টিভ্যাল, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (বেঙ্গলি প্যানোরমা), দিল্লি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, চেন্নাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল, হো হে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সহ আরও বহু ফেস্টিভ্যালে প্রদর্শিত এবং প্রশংসিত হয় এই ছবি।
প্রিয়াঙ্কা সরকার এখানে একেবারে অন্যরকম। চারটি রূপে তাঁকে দেখা গিয়েছে এই ছবিতে। চারটি গল্পকে একটি ছবিতে বন্দি করেছেন পরিচালক অর্ণব মিদ্যা। পরিচালকের এটি ডেবিউ ফিল্ম। পরিচালক হিসেবে প্রথম যাত্রাতেই ভাল সাড়া পেয়েছেন তিনি। এরপর ‘অন্দরকাহিনী’কে হিন্দিতে বানানোর ইচ্ছা আছে পরিচালকের। কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রথম পছন্দ সেই প্রিয়াঙ্কাই।