৬ সেপ্টেম্বর দর্শক দরবারে আসছে পরিচালক অর্ণব মিদ্যার ডেবিউ ফিল্ম 'অন্দরকাহিনী'। ছবিটি তৈরি হওয়ার পর থেকেই বহু ফেস্টিভ্যালে ঘুরেছে এবং প্রশংসিত হয়েছে।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এই ছবিতে ধরা দেবেন চারটি রূপে। সহজ কথায় চারজন নারীর চার রকমের জীবন প্রক্রিয়া উঠে আসবে এই ছবিতে। কখনও সে কারো বন্ধু, কখনও কারো বোন, কখনও কারো স্ত্রী, আবার কখনও কারো কন্যা। এই চাররূপে প্রিয়াঙ্কা একদম অন্যরকম। চার ধরনের অভিনয়ের জন্য পুরষ্কৃত হয়েছেন তিনি। নবীন পরিচালক হিসেবে অর্ণব মিদ্যাও হয়েছেন পুরষ্কৃত।
প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ এবং রাজেশ শর্মা, সুমিত সমাদ্দার, প্রসূণ গাইন, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালক রাজা নারায়ণ দেব। সম্পাদনায় অর্ঘকমল মিত্র। শিল্প নির্দেশক তপন শেঠ।
পরিচালক জানান- "এই ছবিতে প্রিয়াঙ্কা যদি এনার্জি হয় তা হলে সায়নী এনার্জি টনিক। সায়নী এনার্জি টনিকের কাজ করেছেন এই ছবিতে।
৪৩ টি ফেস্টিভ্যালে ঘুরেছে এই ছবি। জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ২৮ টি পুরস্কার পেয়েছে 'অন্দরকাহিনী'। ছবিটিকে হিন্দি ভাষাতেও বানানোর ইচ্ছা আছে বলে জানিয়েছেন পরিচালক। সেক্ষেত্রেও মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কার কথা ভেবে রেখেছেন তিনি।