'ব্রহ্মাস্ত্র' 'সমসেরা' থেকে 'ডেভিল' রণবীর কাপুরের 'অন্দাজ' বক্স অফিসের নয়া বস

সময়টা রিমেক, সিকুয়েল, বায়োপিকে ভরা বলিউডের ফিল্ম দুনিয়া। এইসব ভুমিকাতেই এখন রীতিমতো সফল হিরো ঋষি কাপুর-নীতু সিং-এর পুত্র দর্শকের চোখের মনি রণবীর কাপুর। রণবীরের অভিনীত 'সঞ্জু' এর আগে বক্স অফিসে আমির খানের 'পিকে'-কে হারিয়ে ৩৪১.২২ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে প্রযোজকদের পাখির চোখ এখন রণবীর।

                  এই বছরের ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে করণ মালহোত্রার নতুন ছবি 'সামসেরা'"না, এটা কোনো নিছক ডাকাতের ফিল্ম নয়, ইংরেজদের বিরুদ্ধে আপোষহীন এক আদিবাসী সর্দারের অধিকার বোধের লড়াই"-তাঁর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে জানান রণবীর১৮০০ শতকের এক ডাকাত উপজাতির সঙ্গে ইংরেজদের লড়াই হয়। সামসেরা এদের মুরুব্বি। সামসেরার নাম ভূমিকায় এবং সামসেরার বাবা-র দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, বনি কাপুর, আলিয়া এবং অমিতাভ বচ্চনযশরাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়ার গল্পে এক রবিনহুড অবতারে দেখা যাবে রণবীর-কে।

                কবীর সিং-এর পর পরিচালক সন্দীপ রেড্ডি-ভালগার পরিচালনায় (সম্ভবত ৪ সেপ্টেম্বর) ২০২০-তে মুক্তি পাবে 'ডেভিল'। মূলত ডার্ক থ্রিলার। এতটাই ডার্ক, যে রণবীরের আগেও দক্ষিণী অভিনেতা মহেশ বাবু চিত্রনাট্য শোনার পর চরিত্রটি করতে রাজি হননি। রণবীর এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। আবার ৫০ কোটি বাজেটের এই ছবির নামকরণ নিয়ে বেজায় অখুশি অভিনেতা সলমন খান এবং সাজিদ নাদিয়াওয়ালাও। এই নামের এক চরিত্রে অভিনয় করেছেন সল্লু মিঞা। 'রুমি' দেখার পর পরিচালক অয়ন ভট্টাচার্য তাঁর ফিল্ম 'ব্রহ্মাস্ত্র'-র মুখ্য চরিত্রে রণবীর কাপুরকেই বেছে নিয়েছিলেন। প্রযোজক করন জোহরও না করেননি। প্রাচীন বিষয়বস্তু নিয়ে আধুনিকতম ছবি ‘ব্রহ্মাস্ত্র। প্রাচীন অভিজ্ঞতা, শক্তির সঠিক ব্যবহার, ক্ষমতার উষ্ণতা-এ সবই এই ছবির উপাদান। রণবীরের সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভট্ট প্রমুখ। এক বিশেষ চরিত্রে রয়েছেন দক্ষিণী নায়ক নাগার্জুনপ্রীতমের সঙ্গীতায়জোনে গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

           লাভ রঞ্জনের সঙ্গে রণবীর এর আগে 'প্যার কী পঞ্চনামা', 'আকাশবাণী' করেছেন। নতুন নাম না হওয়া ছবিতে এবার দেখা যাবে একই সঙ্গে রণবীর কাপুর এবং অজয় দেবগণকে। প্রকাশ ঝা-র 'রাজনীতি'র পরে ফিরছেন অজয় এই ছবিতে। লাভ রঞ্জনের এই ছবিতে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। এই বছরই বড়দিনে মুক্তির সম্ভাবনা রণবীরের এই নতুন ছবির।

                             ১৯৯৪-এ আমির খান, সলমন খান অভিনীত মজাদার 'অন্দাজ অপনা অপনা'-র নয়া সিক্যুয়েল রাজকুমার সন্তোষির পরিচালনায় 'অন্দাজ অপনা অপনা-২'-এর শ্যুটিং শুরু হচ্ছে। দুই মুখ্য ভূমিকায় রণবীর কাপুর এবং বরুণ ধাওয়ান। ক্রাইম মাস্টার লোগো-র চরিত্রটিও নতুন সিক্যুয়েলে নতুন প্রজন্মের কোনও নতুন শক্তি কাপুরের দর্শন পাওয়া যাবে। ছবিটি ২০২১ সালে ৭ জুলাই মুক্তি পাবে। এয়ারলিফটের পর ২০২১ সালে নভেম্বরে মুক্তি পাবে রাজা কৃষ্ণ মেননের পরিচালনায় টানটান থ্রিলার। এখানে রণবীরের চরিত্রটি ভিন্নমুখী এক ব্যক্তিত্বের। নাম না হওয়া ছবিটির শ্যুটিং শুরু হয়নি।

           সব মিলিয়ে ভরপুর এ বছর  রণবীর কাপুরের নতুন ছবির রিলিজ এবং শ্যুটিং শিডিউল- বাণিজ্য লক্ষ্মী খুশি।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...