কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত। এই প্রথম ভারতীয় হিসেবে তিনি বিশেষ নজর গড়লেন ৭৭তম ‘কান চলচ্চিত্র উৎসব’-এ। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। এই প্রথম কান-এ কোনও ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন! 'দ্য শেমলেস' ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছেন তিনি।
মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজেও কাজ করেছেন তিনি।
বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভেরের পরিচালনায় 'দ্য শেমলেস' ছবিতে অভিনয় করেন অনসূয়া। এছাড়াও সেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মিতা বশিষ্ঠ। প্রায় মাস খানেক ধরে, অর্ধেক ভারতে ও অর্ধেক নেপালে শ্যুটিং চলে এই ছবির।
কিভাবে এই ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন অনসূয়া?
জানা যায়, পুরস্কার প্রাপ্ত পরিচালক বোজানোভ ছিলেন অনসূয়া সেনগুপ্তর ফেসবুকের বন্ধু। হঠাৎই একদিন পরিচালক একটি অডিও টেপ পাঠাতে বলেন অনসূয়াকে, সেটা শুনে স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর পুরস্কার পাওয়ার খবরটি শুনেই প্রথমে আনন্দে তিনি নাকি চেয়ারে বসেই নাচতেই শুরু করেন। মাত্র চার দিনে শুট করেই শ্রেষ্ঠ অভিনেত্রীর স্থানে অনসূয়া।
বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে এক জন যৌনকর্মীর কথা। দিল্লির একটি পতিতাপল্লীতে এক জন পুলিশকে হত্যা করে পালায় সে। এটা নিয়ে পুরো গল্পটি তৈরি হয়েছে।
কলকাতার লেক গার্ডেন্সের মেয়ে অনসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। তবে অনসূয়ার কর্মজীবনের শুরু হয়েছিল অনেক বছর আগেই। বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যায় অনসূয়াকে।
সম্প্রতি কান থেকে বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় দিয়েছেন তিনি।