বিয়ে সারলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আর সেই বিয়ে উপলক্ষে আম্বানি পরিবারসহ আনন্দে মেতে উঠল গোটা বিশ্ব।
হাইলাইটসঃ
১। বিয়ের অনুষ্ঠান কোথায় হয়েছিল?
২। কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে?
৩। বিয়েতে কত খরচ হয়েছে?
আম্বানি পরিবারের কর্তা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। তার বিয়ে উপলক্ষে বিগত কিছু মাস ধরে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। অনন্ত বিয়ে করছে বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টকে।
এই বিয়েকেই ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলে মনে করা হচ্ছে। বিজনেস টাইকুন মুকেশ আম্বানি নিজের ছোট ছেলের বিয়েতে কিছুরই কমতি রাখেননি। শোনা যাচ্ছে, এলাহি বিয়ের আয়োজনে আম্বানি পরিবার খরচ করেছে প্রায় ৫ হাজার কোটি টাকা। ইতিপূর্বে মেয়ে ইশা আম্বানির বিয়েতে এমন এলাহি আয়োজন হলেও অনন্তের বিয়ের খরচ সেই আয়োজনকেও ছাপিয়ে গেছে। বিয়ের সমস্ত অনুষ্ঠান থেকে সম্পূর্ণ বিয়ে উপলক্ষে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সকে আলো এবং ফুলে আলোকিত করে তুলেছে আম্বানি পরিবার।
গত ১২ই জুলাই সাত পাকে বাঁধা পড়েছে অনন্ত-রাধিকা। ছোটবেলার প্রেম তাদের। আজ সব বাধা পেরিয়ে পূর্ণতা পেল। তবে প্রি-ওয়েডিং থেকে বিয়ের সমস্ত অনুষ্ঠান, নজর কেড়েছে সবকিছুই। গায়ে হলুদের ফুলের পোশাক হোক বা রকমারি হীরের গয়না সবেতেই সেরা আম্বানি পরিবার। কেউ কেউ তো এই বিয়েকে বিশ্বের সবথেকে ব্যয়বহুল বিয়ে বলে চিহ্নিত করেছেন।
এই বিয়ের অনুষ্ঠান হয়েছিল মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে। রাত এগারোটার পর রাধিকা ও অনন্ত মালাবদল সারেন আর তারপর অগ্নিসাক্ষী করে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন তারা। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু অতিথিরা। বলিউড-হলিউড অভিনেতা-অভিনেত্রী হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব, বাদ যাননি কেউই।
বিয়েতে হাজির ছিলেন তাবড় তাবড় বলিউড অভিনেতা-অভিনেত্রী। যেমন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, অনন্যা পান্ডে, ঐশ্বর্য রায়, অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি, শাহরুখ খান, সালমান খান সহ বিভিন্ন নামিদামি অভিনেতা। ঠিক তেমনই উপস্থিত ছিলেন আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা। মহেন্দ্র সিং ধোনি, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান সহ বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে অনেককে। বরযাত্রীর সাথে নাচের তালে পা ও মিলিয়েছেন শাহরুখ খান, সালমান খান সহ অনেককে।
আন্তর্জাতিক গায়ক-গায়িকারাও বাদ যাননি এই লিস্ট থেকে। জামনগরে অনুষ্ঠিত হওয়া প্রি-ওয়েডিং অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন বিখ্যাত পপ তারকা রিহানা আর বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছিলেন জাস্টিন বিবার। মঞ্চে জাস্টিন বিবারের নেভার লেট ইউ গো, লাভ ইউরসেলফ, বেবি, সরি, হোয়ার আর ইউ নাও এবং পীচস -এর মতন তার বিখ্যাত গান শোনা গেছে।
জানা গেছে, ১২ ই জুলাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ১৩ই জুলাই বিশেষ আশীর্বাদ অনুষ্ঠান হবে এবং ১৪ জুলাই আয়োজন করা হবে রিসেপশনের। তবে এই বিবাহ অনুষ্ঠান শেষ হয়ে গেলেও যে তার রেশ থেকে যাবে অনেকদিন, তা বলাই বাহুল্য।