Anant Ambani- Radhika Merchant Wedding: প্রকাশ্যে এল অনন্ত –রাধিকার বিয়ের নিমন্ত্রণপত্র! কবে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা?

অবশেষে প্রকাশ্যে এল দিনক্ষণ! ১২ জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত-রাধিকা। এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্টে এবং শায়লা মার্চেন্টের কন্যার সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এক নতুন সম্পর্ক শুরু করতে চলেছে।

জানা গিয়েছে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসবে নিয়ের আসর। ইতিমধ্যেই সমস্ত অথিতিদের কাছে পৌঁছে গিয়েছে ‘সেভ দ্য ডেট’ লাল রঙের সোনার নিমন্ত্রণপত্র কার্ডটি। সেখানেই তিনদিনের বিবাহ অনুষ্ঠানের বিবরণ রয়েছে।  

১২ জুলাই ‘শুভ বিবাহ’। এইদিন থেকেই শুরু হবে অনুষ্ঠান। সেখানে লেখা আছে যে বিয়ের দিন অতিথিদের ভারতীয় পোশাক পরতে হবে। এরপর ১৩ জুলাই, পালন করা হবে ‘শুভ আশীর্বাদ’। এই দিন ভারতীয় ফর্মাল পোশাক পরতে হবে অথিতিদের। তৃতীয় দিন অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিন, ১৮ জুলাই। পালন করা হবে ‘মঙ্গল উৎসব’ কিংবা রিসেপশন। এক কথায় বলা যেতে পারে বউভাত। এই দিন অথিতিদের ড্রেস কোড হল ভারতীয় ‘সিক’। অর্থাৎ ভারতীয় কোনও স্টাইলিশ পোশাক পড়তে হবে সকলকে।

বিয়ের সমস্ত অনুষ্ঠান হবে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে। একেবারে হিন্দু পরম্পরা অনুযায়ী আয়জিত হবে অনন্ত-রাধিকার বিয়ে।

এর আগে চলতি বছরের গোড়ার দিকে জামনগরে রাধিকা ও অনন্তর প্রাক বিবাহ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, ব্যবসায়ী, হলিউড এবং বলিউড তারকারা।

মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান থেকে শুরু করে বিল গেটস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা, শিল্পপতি গৌতম আদানি, নন্দন নিলেকানি, আদর পুনাওয়ালা, ক্রিকেটার শচিন টেন্ডুলকার, এমএস ধোনি, রোহিত শর্মা, আধ্যাত্মিক গুরু সদগুরু জগ্গি বাসুদেব। তারকাদের দিকে থেকে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, আমির খান, করণ জোহর, রণবীর কাপুর, আলিয়া ভাট, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত। বহু বিশিষ্ট্য ব্যক্তি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

এই প্রাক বিবাহের অনুষ্ঠান হয়েছিল তিন দিন। প্রথম দিনে মঞ্চে পারফর্ম করেছিলেন পপ তারকা রিহানা। ভারতে ছিল তাঁর প্রথম পারফরম্যান্স। ঝলমলে ফ্লুরোসেন্ট সবুজ বডিকন গাউনের সাজে মঞ্চ মাতিয়ে ছিলেন রিহানা। এছাড়া বিভিন্ন দিনে বিভিন্ন ড্রেস কোড ছিল। যেমন ‘জঙ্গল ফিভার’, ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’ এবং ‘মেলা রুজ’। রিহানা ছাড়াও তিনদিনের ইভেন্টে বিশ্ববিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন, অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ, অরিজিৎ-শ্রেয়ার সহ বহু তারকার পারফরম্যান্সে মেতে উঠছিল জামনগর।

ছোটবেলার বন্ধু থেকে প্রেম, আর কিছুদিন পড়েই সম্পর্কের নতুন নাম দেবে অনন্ত-রাধিকা।

মার্কিন যুক্তরাষ্টের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে রিলায়েন্সে যোগ দেন অনন্ত আম্বানি। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চার বোর্ডের সদস্য হিসাবে বিভিন্ন পদে কাজ করেছেন। বর্তমানে রিলায়েন্সের এনার্জি বিজনেসের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

অন্যদিকে, নিউইয়র্ক বিশ্ব বিদ্যালয়ের স্নাতক করেছেন রাধিকা মার্চেন্ট। বর্তমানে এনকোর হেলথ কেয়ার বোর্ডের পরিচালক হিসেবেই কাজ করেন তিনি। এছাড়া তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। গত বছরের জুন মাসে প্রথমবার মঞ্চে নৃত্য পরিবেশন করেন তিনি। সেই অনুষ্ঠানের নাম ছিল ‘আরেঙ্গাত্রম’।

বন্ধু থেকে কবে প্রেমে গড়ে উঠছিল সম্পর্কটা, কাউকে বুঝতেই দেননি তাঁরা। ২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্কের কথা। তবে, নিজেরা কোনওদিনও মুখ খোলেননি। এক ভাইরাল ছবির প্রকাশ্যে আসতেই সম্পর্কের দৃড়তার কথা বোঝা যায়। তবে আম্বানি পরিবারের সমস্ত অনুষ্ঠানগুলিতেই রাধিকাকে দেখা যেত। যেমন ২০১৮ সালে আনন্দ পিরামল ও ঈশা আম্বানির বিয়েতে। আবার ২০১৯ সালে শ্লোকা মেহতা এবং আকাশ আম্বানির বিয়েতে।

২০২২ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে অনন্ত ও রাধিকার ‘রোকা’ অনুষ্ঠান হয়। এরপর চলতি বছরের ১৯ জানুয়ারি তাঁদের ‘গোল ধানা’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এরপরেই অ্যান্টিলিয়াতে আম্বানি বাসভবনে আয়োজিত হয়েছিল বাগদান অনুষ্ঠান। সেখানে শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সচিন তেন্ডুলকার, শ্রেয়া ঘোষাল, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া সহ বলিউডের তাবড় সেলিব্রিটি অনন্ত ও রাধিকাকে আশীর্বাদ করতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

এবার বিয়ের পালা!

এটা শেয়ার করতে পারো

...

Loading...