অতলান্তিক পাড়ি ভারতীয় কন্যার

ছোট থেকেই মানুষ অনেক স্বপ্ন দেখে জীবনে কিছু করে দেখানোর। কেউ সেই স্বপ্ন পূরণ করতে পারে কেউ আবার ব্যর্থ হয়। কিন্তু এবার নিজের একটি স্বপ্ন পূরণ করে রীতিমতো ভাইরাল ২৩ বছরের ক্যাপ্টেন আরোহী পন্ডিত। কিন্তু কি এমন করেছেন তিনি যে রাতারাতি ভাইরাল হয়ে গেলেন?  ছোট্ট একটি লাইট স্পোর্টস এয়ারক্রাফ্টসে চেপে অতলান্তিক পাড়ি দিয়েছেন তিনি। নিজের প্রিয় এয়ারক্র্যাফটে চেপে ৩০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ সে ভাইরাল। খারাপ আবহাওয়া, এলোমেলো হাওয়া কিছুই হারিয়ে দিতে পারেনি তাকে। ৩০০০ মিটার পথ অতিক্রম করে আসার পর তৃপ্তির হাসি সাথে নিয়ে যখন তিনি ভারতের জাতীয় পতাকা নিয়ে পোজ দিলেন তখন তার মধ্যে বিরাজিত এক অত্যন্ত সাহসিনী এক নারী।

আটলান্টিকের আবহাওয়া সবসময়েই খারাপ থাকে। উপরে নীল আকাশ নিচে নীল জল তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইসবার্গ। আর তার মধ্যে দিয়ে এয়ারক্র্যাফট নিয়ে এগিয়ে যাওয়ার জন্য দরকার পরে যথেষ্ট সাহসের। সেই সাহস দেখিয়েই আজ ভাইরাল আরোহী। এর সাথে সাথেই আরোহী গড়ে ফেলেছেন একটি রেকর্ড। তিনিই বিশ্বের প্রথম মহিলা তিনি দেশের সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় অতলান্তিক পাড়ি দিয়েছেন। তার যাত্রা পথের অভিজ্ঞতার কথা নিজেই শেয়ার করেন আরোহী। তিনি জানান, তার যাত্রা শুরু হয়েছিল ব্রিটেনের উইক থেকে। সেখান থেকে যাত্রা শুরু করে আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে কিছুক্ষনের জন্য থেমেছিলেন তিনি। তারপর আর থামেননি। টানা যাত্রা করেছেন তার লক্ষ্যের উদ্দেশ্যে।

এই সাহসী মেয়ের যাত্রার পিছনে রয়েছে একটি সংস্থা যারা মেয়েদের ক্ষমতায়ন নিয়েই কাজ করে। তবে এর জন্য টানা সাত মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন আরোহী। প্রথমে পাইলট কেইথেয়ার-এর হাত ধরে। বিভিন্ন দেশ মহাদেশ যাত্রার শেষে ২৩ বছরের এই সাহসিনীর কাছে সুযোগ আসে নিজেকে প্রমান করার। তার এই কৃতিত্বে খুশি সকলেই। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। আরোহী পন্ডিতের জন্য রইলো জিয়ো বাংলার শুভকামনা।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...