কলকাতা মানেই সংস্কৃতির এক আদর্শ স্থান| নৃত্য, সঙ্গীত, শিল্পকলার এক পীঠস্থান হলো বাংলা ,আর সেইরকমই এক সুরের সন্ধ্যার সাক্ষী থাকলো মহানগরী| সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল প্রভা খৈতান ফাউন্ডেশন এর পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠান যেখানে নিজ লোকসঙ্গীতের ঘরানাকে তুলে ধরতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী জয়ী লোকসঙ্গীত শিল্পী মালিনী অবস্থি| এই অনুষ্ঠানে এসে তিনি আপ্লুত বিশেষত কলকাতায় আসতে পেরে তার যে ভীষণ ভালো লাগছে সে কথাও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন| এছাড়া একথাও তিনি জানান যে বাংলার সাথে তাঁর এক নিবিড় যোগ কারণ তাঁর মা ছিলেন কলকাতাবাসী বাঙালি, ভট্টাচার্য্য| তাঁর জন্ম কনৌজে হলেও তিনি বহুবার কলকাতায় এসেছেন| এবারে তাঁর আসা ইজেডসিসি ও প্রভা খৈতান ফাউন্ডেশন এর ডাকে| তাঁর কথায় কলকাতা এমন এক জায়গা বা শহর যেখানে বারবার অনুষ্ঠানে আসতে পেরে তিনি আপ্লুত, এই শহর শিল্পীদের যে পরিমান সম্মান দিতে পারে তা অভাবনীয়| এক সন্ধ্যায় কলকাতায় এসে তিনি তাঁর নিজের ঘরানার লোকসঙ্গীতের মুর্ছনায় ভাসিয়ে দিলেন সকলকে | তাঁর গানে শ্রোতারা শুনতে পেলেন ঠুমরী , বুন্দেল্খন্দী, হিন্দি ও ভোজপুরি সমস্ত কিছুই | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে সন্দীপ ভুতোরিয়া ও ইশা দত্ত এবং আরও অনেকে|