শিলিগুড়ির টয় ট্রেনের এবার সান্ধ্যভ্রমণ শুরু

দার্জিলিং ভ্রমণ-এ শিলিগুড়ি থেকে টয় ট্রেনে করে দার্জিলিং যাবার রাস্তা অতি মনোরম-এ বিষয়ে কারো দ্বিমত থাকতে পারেনা। এই দার্জিলিং-এর টয় ট্রেনকে হেরিটেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সন্ধ্যায় এই টয় ট্রেনের রাইড চালু করল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। রবিবার ১৬ ডিসেম্বর থেকে এই নতুন যাত্রার সময় শুরু হয়েছে। শিলিগুড়ি জংশন থেকে বেলা ৩টের সময় এই ট্রেন ছাড়বে এবং রং টং পৌঁছবে বেলা ৪টেয়। আবার সেখান থেকে ফেরার ট্রেন ছাড়বে ৪.৩০টের সময় যা শিলিগুড়ি এসে পৌঁছবে সন্ধ্যা ৬.০০ টায়। পর্যটকদের কাছে টয় ট্রেনকে জনপ্রিয় করে তুলতে এই ট্রেনে ডাইনিং কোচ-ও রাখা হয়েছে, যেখানে পছন্দমত খাবার-ও পাওয়া যাবে। এদিন ট্রেনটির যাত্রার সূচনা করেন উ.পূ. রেলের ডিআরএম

  ডিআরএম এদিন ট্রেনটির সূচনা পর্বে বলেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের হেরিটেজ ট্রেন হিসেবে এই টয় ট্রেনের রাইডের মাধ্যমে ডিএইচআর-এর ঐতিহ্যকেই তুলে ধরতে চাইছে রেল। ট্রেনটি রোজ চলবে এবং এটি নিয়ে প্রচারেও জোর দেওয়া হবে। এই ভ্রমণে যাতে পর্যটকদের উৎসাহ হয়, তার জন্য ট্যুর অপারেটরদেরও বলা হচ্ছে। প্রাথমিকভাবে ট্রেনটি রং টং অব্দি চালানো হলেও  যদি এটি উল্লেখযোগ্যভাবে সাড়া ফেলে, তাহলে ভবিষ্যতে যাত্রাপথ আরো বাড়ানো হবে। পর্যটকদের হেরিটেজের স্বাদ দিতে ট্রেনটি স্টিম ইঞ্জিনেই চালানো হবে। ইঞ্জিনের সঙ্গে দুটি কোচ জুড়ে ট্রেনটি ছুটে চলবে। জেনারেল কোচে রয়েছে ১৭টি আসন এবং ডাইনিং কোচে রয়েছে ১২টি আসন। জেনারেল কোচের প্রতিটি আসনের ভাড়া ১০০০ টাকা এবং ডাইনিং কোচের প্রতি আসন ভাড়া ১২০০ টাকা। অনলাইন এবং স্টেশনের টিকিট কাউন্টার থেকেও ট্রেনটির টিকিট কাটা যাবে। বর্তমানে দার্জিলিং থেকে ঘুম এবং শিলিগুড়ি থেকে  কার্শিয়াং মিলিয়ে মোট চারটি জয় রাইড চলছে। ট্রেনের ট্র্যাক, স্টিম ইঞ্জিন মেরামত করা হয়েছে। ট্রেনের গতিবিধির ওপর নিয়মিত নজরদারির জন্য কয়েকজন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। টয় ট্রেনের বর্তমান যায় বাড়ানোরও পরিকল্পনা চলছে এবং এই উদ্দেশ্যে প্রয়োজনে আরো জয়রাইড বাড়ানো হতে পারে। এইভাবে আমাদের রাজ্যের এই হেরিটেজ ট্রেনটির বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে যাতে ট্রেনটির গুরুত্ব আরো বাড়ানো যেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...