আবার বছর পেরিয়ে মায়ের আগমণীর সময় আসন্ন। তাই চারিদিকে সাজ সাজ রব। আর মাত্র কয়েকটা দিন তারপরেই উৎসব মূখর হয়ে উঠবে গোটা কলকাতা। আর বাঙালির এই উৎসবের উন্মাদনা কে আরও উস্কে দিতে হাজির জিয়ো বাংলা। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের জানোবো আমরা। জিয়ো বাংলার এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমরা সবাই ক্লাব দুর্গোৎসব সমিতি। পুজোর আড্ডা নিয়ে সঞ্চালক ইকেবানার সাথে উপস্থিত ছিল সেই পূজা কমিটির সম্পাদক শোভন দত্ত ও সদস্য অভিষেক হেঁস।
এইবছর ৫৪তম বর্ষে পদার্পন করল তাদের পুজো। থিমের বাজারে ৫৩ বছর ধরে সাবেকি পুজো করার বিযয়টা যে খুব একটা সহজ ছিল না তা তাদের কথার মধ্যে দিয়েই বেশ বোঝা গেলে। দ্বিতীয়ার দিন উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের এইবছর শারদোৎসবের পথচলা। পুজোর চারটি দিনই পুজো উপলক্ষে ভোগ রান্না করা হয় ঠিকই তবে নবমীর বিশেষ আয়োজনে অংশগ্রহন করতে পারে সকল দর্শনার্থী। সাবেকি পুজো হলেও নিরাপত্তা ব্যাবস্থা থিম পুজোর থেকে কোনও অংশে কম নয়। ক্লাবের ভলেন্টিয়াররা ছাড়াও থাকে কলকতা পুলিশের সহযোগিতা। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রো-এ উঠে রবীন্দ্র সরবর মেট্রো। সেখান থাকে বাস বা অটো করে নিউ আলিপুর ত্রিকোন পার্ক বা বিরসা মুন্ডা ত্রিকোন পার্কের নিকটে অবস্থিত এই পূজা মন্ডপ।