আগামী ৩১ আগস্ট বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষের ৫৬ তম জন্মদিনে প্রকাশ্যে আসবে ‘সিজনস গ্রিটিংস’ ফার্স্ট লুক। ছবির পোস্টার উন্মোচন করবেন বলিউড লেজেন্ড অমিতাভ বচ্চন।
রামকমল মুখোপাধ্যায়ের দ্বিতীয় ছবি এটি। ঋতুপর্ণ ঘোষের প্রতি ট্রিবিউট জানিয়েছেন তিনি এই ছবির মাধ্যমে।
চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও রামকমল মুখোপাধ্যায় এবং টিমের জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন বিশিষ্ট অভিনেতা।
ঋতুপর্নের কথা বলতে গিয়ে স্মৃতি ভারাক্রান্ত তিনি। জানিয়েছেন, ‘ঋতুপর্ণ বাংলার অন্যতম সেরা চিত্র পরিচালক। ‘লাস্ট লিয়র’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। ইংরেজি ভাষার ছবি। ঋতুপর্ণ যেভাবে আনাতে অভ্যস্ত তাঁর চেয়ে একটু অন্য রকম। অভিষেক কাজ করেছে অন্তরমহল, জয়া বচ্চন ‘সানগ্লাস’ ছবিতে এবং ঐশ্বর্য রাই ‘ চোখের বালি’ আর ‘রেনকোট’ ছবিতে। প্রতিটা ছবিই ঋতুপর্ণ ঘোষের পরিচালনায়। তাঁর পরিবারের প্রত্যেকেই প্রায় কাজ করেছেন প্রয়াত প্রিচালকের সঙ্গে।
ঋতুপর্ণের চিন্তাভাবনা ছিল খুব স্বচ্ছ এবং প্রাণবন্ত। যে কোনও বিষয়কেই খুব সুন্দরভাবে পর্দায় তুলে ধরতে পারত। এডিট এবং মিউজিক দিয়ে সেটা যখন দর্শকদের সামনে আনত সেটা দেখা তো বটেই, প্রক্রিয়ার অংশ হতে পারা, গোটা ব্যাপারটাই খুব আনন্দের। বড় তাড়াতাড়ি আমরা তাঁকে হারিয়ে ফেললাম।’
বিশিষ্ট পরিচালককে যেভাবে ট্রিবিউট জানিয়েছেন, যে ধরনের বিষয় নিয়ে কাজ করছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় তার প্রশংসা করেন অভিনেতা। পরিচালকের সাংবাদিক জীবনের কথাও উল্লেখ করেন তিনি।
‘সিজনস গ্রিটিংস’ ছবিতে অভিনয় করেছেন সেলিনা জেটলি, লিলেট দুবে, আজাহার খান। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করে চলেছেন শ্রী ঘটক। ছবিটি প্রযোজনা করেছেন অরিত্র দাস এবং শৈলেন্দ্র কুমার। কলকাতার বিভিন্ন অংশে ছবির শুটিং হয়েছে।
মা আর মেয়ের সম্পর্ক নিয়ে ছবি। ছবিতে সেলিনা জেটলির মায়ের ভূমিকায় অভিনয় করছেন লিলেট দুবে। তাঁদের কথালাপের মাধ্যমেই উঠে আসবে এই সমাজ এবং সমকামী মানুষদের নানা দিক। তাঁদের বেঁচে থাকার গল্প। সেখানেই ছবির চমক।
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শৈলেন্দ্র ও সায়ন্তী। এই ছবি দিয়েই প্লেব্যাকে অভিষেক হতে চলেছে কুমার শানুর ছেলে জান কুমার শানু-র। তাছাড়াও গান গেয়েছেন সায়নী পালিত ও সর্বাণী মুখোপাধ্যায়।
এই ছবি দিয়েই কামব্যাক করছেন অভিনেত্রী সেলিনা জেটলি।
ভিডিও বার্তা প্রসঙ্গে রামকমল মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘ ভারতীয় সিনেমার আইকন অমিতাভ বচ্চন আমাদের ছবির ফার্স্টলুক প্রকাশ করবেন, আমাদের জন্য খুব বড় ব্যাপার। তাঁর মতো বড় মাপের মানুষ যখন কোন বিষয় সম্পর্কে মতামত দেন তখন তা আলাদা মাত্রা পেয়ে যায়।’
ছবির প্রযোজক অরিত্র দাস জানিয়েছেন, ‘আমার প্রথম ছবি লঞ্চ করেছিলেন ড্রিম গার্ল হেমা মালিনী। দ্বিতীয় ছবি শাহেনশাহ অমিতাভ, ঈশ্বরের কাছে আমি আর কী চাইতে পারি!’
প্রসঙ্গত, ‘সিজন গ্রিটিংস’ বিশ্বব্যাপি প্রদর্শনে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘ। এটিই প্রথম ভারতীয় সিনেমা যা রাষ্ট্রসংঘের তরফে এমন সম্মান পেল।