জল্পনা উড়িয়ে ইউরোপে অমিতাভ

নিজের ব্লগে কয়েকদিন আগে লিখেছিলেন ‘মনে হয় আমার অবসর নেওয়া উচিত’। তারপরই ছড়িয়ে পড়ে বিগ বি অবসর নিতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হতেও হয়েছিল। স্বাভাবিক ভাবেই উদ্বেগে পড়ে অমিতাভ বচ্চনের ফ্যানেরা।

ফ্যানেদের জন্য সুখখবর অবসরের জল্পনা উড়িয়ে শুটিঙে ব্যস্ত অমিতাভ। এখন আছেন মানালিতে। 

জানা গিয়েছে আগামী কয়েক দিন তিনি সেখানেই থাকবেন। ‘ব্রহ্মাস্ত্রে’র শুটিং করছেন।

সঞ্জয় লীলা বনশালী পরিচালিত রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত এই ছবির কিছু অংশের শুটিং হবে সেখানে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই উড়ে যাবেন ইউরোপ। ‘চেহরা’ ছবির শুটিং- এর জন্য তিনি পোল্যান্ড,  স্লোভাকিয়ায় যাবেন। আপাতত অবসরের প্রশ্নই নেই তাই।  

অভিনেতার এক বন্ধু জানিয়েছেন, বিগবি নিজের পোস্ট আসলে রাস্তায় দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে ছিল। দিনের শেষে তিনি ঘুমাতে যেতে চান- এই কথাই বোঝাতে চেয়েছিলেন অভিনেতা।কিন্তু সংবাদমাধ্যমে তার ব্যাখ্যা করা হয়েছে অন্যভাবে।

অমিতাভ জানিয়েছেন, তিনি আরও ২০ বছর ভালোভাবে কাজ করে যেতে চান।

‘চেহরা’ ছবিতে তাঁকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। ছবির গল্প অনেকটা এরকম, অনেক দিন পর কয়েকজন অবসরপ্রাপ্ত আইনজীবী সিমলায় মিলিত হয়েছেন একটা মনস্তাত্ত্বিক খেলা খেলবেন বলে। তাঁদের নিয়েই আবর্তিত হবে কাহিনি। ছবিতে আছেন ইমরান হাশমি। তিনি বিজনেস টাইকুন।

 প্রযোজক আনন্দ পণ্ডিত ইউরোপে শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্লোভাকিয়ার জাতীয় উদ্যানে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে।

প্রসঙ্গত, ৭ নভেম্বর চলচ্চিত্রে ৫০ বছর পূর্তি হয়েছে বলিউডের এই প্রবাদপ্রিতম অভিনেতার। ১৯৬৯-এ ‘সাত হিন্দুস্তানি’ ছবিটির মাধ্যমেই অমিতাভ বচ্চনের অভিষেক হয়েছিল মায়ানগরীর রূপালী দুনিয়ায়।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...