আসামের বন্যা-দুর্গতদের পাশে ‘বিগ-বি’

এর আগেও তিনি প্রকৃত ‘শাহেনশাহ’-এর মতো অনেক কাজ করেছেন। এবার অক্ষয় কুমারের পর আসামের বন্যা দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা দান করলেন ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন

আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সনোওয়াল টুইট করে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা দান করার জন্য আমরা অমিতাভ বাবুকে ধন্যবাদ জানাচ্ছি।

মুখ্যমন্ত্রীর টুইটটি শেয়ার করে তিনি অনুরাগীদের উদ্দেশ্যে বলেছেন, “আসাম বিপদে রয়েছে... বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে...  আসামের ভাই বোনেদের সাহায্যার্থে আপনারাও এগিয়ে আসুন... সম্প্রতি আমি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করেছি... আপনারা করেছেন?”

শুধু অমিতাভ বচ্চনই নন, এর আগে আসামের বন্যাক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বলিউডের বেশ কিছু সেলেব্রিটি। বন্যাপীড়িতদের স্বার্থে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং কাজিরাঙা জাতীয় উদ্যানে কোটি টাকা দান করেছেন বলিউডের খিলাড়ি’ অক্ষয় কুমার

প্রিয়াঙ্কা চোপড়া এ বিষয়ে টুইট করে বলেছেন, আসামের সংবাদ পাওয়ার পর বিধ্বস্ত হয়ে পড়েছি। ক্ষতিগ্রস্তদের জন্য আমার আন্তরিক প্রার্থনা রইল।

বলিউডের সেলেব্রিটি মহল ছাড়াও বেশ কিছু ক্রীড়াবিদ এ বিষয়ে এগিয়ে এসেছেন। স্বর্ণপদকজয়ী হিমা দাস সম্প্রতি বন্যাদুর্গতদের সাহায্যার্থে বেতনের অর্ধেক অংশ দান করে তার অনুরাগী এবং কর্পোরেট সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ভয়াবহ বন্যার ফলে বিহার আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪। প্রাকৃতিক বিপর্যয়ের দরুন এই দুই রাজ্যের প্রায় .০৯ কোটি মানুষ মৃত্যুর সাথে লড়াই করছেন। নদীর জল বিপদসীমা অতিক্রম করায় তা দুই রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে ছড়িয়ে পড়ছে।

এ বিষয়ে আরও জানা যাচ্ছে, বন্যার ফলে ১০ লক্ষেরও বেশি বন্যপ্রাণী মৃত্যুর সঙ্গে যুঝছে। কাজিরাঙা অভয়ারণ্যের প্রায় ৯০ শতাংশ রয়েছে জলের তলায়। অভয়ারণ্যের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...