অবসরের ইঙ্গিত কি দাদাসাহেব ফালকে পুরস্কার, রসিকতা অমিতাভের

রাষ্ট্রপতির হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে নিজের অভিনয় জীবনের অবসর নিয়ে প্রশ্ন তুলে দিলেন স্বয়ং অমিতাভ বচ্চন।

রবিবার রাষ্ট্রপতি ভবনে অমিতাভের হাতে পুরস্কার তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর পর বলতে উঠে অমিতাভ এর উদ্যোক্তা, রাষ্ট্রপতি, জুরি, তথ্যসম্প্রচার মন্ত্রনকে অভিনন্দন জানান। এরপর তিনি মজার ছলে বলতে শুরু করেন যখন এই পুরস্কার দেওয়া হচ্ছিল তখন আমার মনে হয় যে এই পুরস্কার দিয়ে কি আমায় বলা হচ্ছে আপনি এবার অবসর গ্রহন করুন। কিন্তু আমার এখনও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করতে হবে। সামনে কিছু কাজ নিয়ে কথাও চলছে। কাজ করার সুযোগ পেলে অবশ্যই আমি খুশি হব।

স্বাভাবিক ভাবেই অমিতাভের এই কথা শুনে দর্শকআসনে হাসির রোল ওঠে। আর বক্তব্য শেষে করতালিতে ফেটে পরে গোটা হল। এই বছর অভিনয় জীবনের কেরিয়ারে নিজের ৫০ বর্ষ পূর্ণ করেছেন এই অভিনেতা। দাদাসাহেব ফালকে পুরস্কার চালু হয় ১৯৬৯ সালে। সেই বছরই নিজের কেরিয়ার শুরু করেন অমিতাভ।  গত বছর এই পুরস্কার দেওয়া হয়েছিল মরনোত্তর সম্মান হিসেবে। এই পুরস্কার পেয়েছিলেন রাজেশ খান্না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...