আইপিএল ২০১৯ এর রেকর্ড বুক-এ নাম তুলে ফেললেন অমিত মিশ্র। বৃহস্পতিবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা কে আউট করে ১৫০ তম উইকেট এর মালিক হলেন তিনি। সেই সঙ্গে ভারতীয় বোলার হিসেবে নতুন মাইলস্টোন অমিত মিশ্র-র। ১১ বছরের আইপিএল ইতিহাসে প্রথম ভারতীয় বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারীর তালিকায় নাম লিখিয়ে ফেললেন দিল্লি ক্যাপিটালসের এই স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা ধরলে আইপিএলের ইতিহাসের সর্বাধিক উইকেট শিকারির তালিকায় দু’নম্বরে আছেন এই ভারতীয় স্পিনার৷ ১১৫ ম্যাচে ১৬২টি উইকেট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কার পেসার লসিথ মালিঙ্গা,
এক নজরে আইপিএলের ইতিহাসে সেরা উইকেট শিকারী :-
লাসিথ মালিঙ্গা(শ্রীলঙ্কা)- ১১৫ ম্যাচে উইকেটের সংখ্যা ১৬২
অমিত মিশ্র (ভারত)- ১৪০ ম্যাচে উইকেটের সংখ্যা ১৫০
পিয়ুস চাওলা(ভারত)- ১৫২ ম্যাচে উইকেটের সংখ্যা ১৪৬
ডোয়েন ব্রাভো(ওয়েস্ট ইন্ডিজ)- ১২৬ ম্যাচে উইকেটের সংখ্যা ১৪৩
হরভজন সিং(ভারত) – ১৫৩ ম্যাচে উইকেটের সংখ্যা ১৪১