লিডিং কোম্পানিগুলোর মধ্যে একটি হলো আমাজন| যেই কোম্পানির ট্যাগলাইন হলো ‘আপনি দুকান’, অর্থাৎ নিজের দোকান যেখানে সবকিছু পাওয়া যায়| এই আমাজন ফ্যাকাল্টি গুলো ছিলো ইউএস-তে, এবার এই নিজের দোকানের বৃহত্তম ক্যাম্পাস থাকবে এই দেশের মাটিতেই| হ্যাঁ, ঠিক শুনছেন...
সূত্রের খবর, গতকাল হয়ে গেল আমাজনের সব থেকে বড় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান| জানতে চান কোথায়?
আমাজনের বৃহত্তম ক্যাম্পাস হয়েছে ভারতের হায়দ্রাবাদে| সেখানে গড়ে উঠেছে প্রায় সাড়ে ৯ একর জমি নিয়ে তৈরি এই ক্যাম্পাস বিল্ডিংটি, যা ১৫০০০ কর্মচারীদের জায়গা দিতে পারবে|
সবচেয়ে আকর্ষনীয় বিষয় হলো কী জানেন? জেনে নিন... এই ক্যাম্পাসটি কোম্পানির নিজস্ব প্রথম বিল্ডিং যা বিশ্বব্যাপী ‘সিঙ্গেল-লার্জেস্ট’ বিল্ডিং|
আমাজন প্রথম হায়দ্রাবাদে কাজ শুরু করেছিলো ২০০৪ সাল থেকে| পরিকল্পনা ছিল ভারতীয় ট্যালেন্টদের আরো শক্তিশালী করে তোলা| প্রসঙ্গত উল্লেখ্য, এই সংস্থার প্রায় ৬২ হাজার কর্মচারী রয়েছে। এছাড়াও বৃহত্তম টেকনিকাল-ভিত্তিক আউটসাইড সিটেল(Seattle) এবং ১.৫৫ লক্ষ ‘কন্ট্রাক্ট এমপ্লয়ী’| এছাড়াও জানা যায়, এটি প্রথম আমাজন ফ্যাকাল্টি যা অ্যালেক্সা পোড তৈরি করতে সক্ষম এবং এখানে ইনসাইড ডে ১ অ্যালেক্সা স্কিল(Beta) পর্যবেক্ষণ করা হবে|
আমাজনের ভারতীয় বিভাগের ম্যানেজার অমিত আগরওয়াল জানিয়েছেন, গত ১৫ বছরে তাঁরা ভারতে ৩০টি ‘অফিস স্পেস’-এ, মুম্বাইয়ের ‘দ্য এডব্লিউএস এপিএসি রিজিওন’-এ, ১৩টি রাজ্যের ৫০টি ‘ফুলফিলমেন্ট সেন্টার’-এ এবং একশোর মতো ‘ডেলিভারি স্টেশন’ বা ‘সর্ট সেন্টার’-এ ২,০০,০০০ চাকরি দিয়েছেন| এই ক্যাম্পাস বিল্ডিংটি একটি দীর্ঘমেয়াদী ভাবনা ও ভারতের জন্য তাঁদের পরিকল্পনার স্পষ্ট প্রতিশ্রুতি|
দেখে নিন এই ক্যাম্পাস বিল্ডিংয়ের ভিতরের কিছু ঝলক...
আশা করা যাচ্ছে এই ক্যাম্পাসটি ভারতের নতুন প্রজন্মের মধ্যে দক্ষতাবৃদ্ধি করতে এবং একটি সুগঠিত সমাজ তৈরিতে সহায়তা করবে|