লকডাউন সফল করতে হলে চাই খাদ্য

লকডাউন সফল করতে হলে চাই খাদ্য

ভাতের সন্ধানে যদি মানুষকে পথে নামতে হয় তাহলে কখনই সফল হবে না লকডাউনের উদ্যেশ্য- বললেন গুরু এবং শিষ্য। অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দুজনের মুখেই উঠে এলো একই কথা। একই মত প্রকাশ করেছেন নোবেল জয়ী আর এক অর্থনীতিবিডি এস্থার ডুকলে।

এক সর্বভারতীয় সংবাদ চ্যানেলের আলোচনা সভায় এই মত জানান তাঁরা। এই আলোচনা সভায় ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু। চার বিদ্গধ অর্থনীতিবিদ জানিয়েছেন, মানুষকে বাঁচাতে হলে দরিদ্র জনতার খাদ্যএর ব্যবস্থা করতে হবে। সঙ্গে অর্থও। তবেই সে লকডাউন মানবে।

তিন সপ্তাহ পর যদি করোনাকে নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে অবশ্যই এই দিকটি সুনিশ্চিত করতে হবে। করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনীতির হাল ফেরাতে হলে এখন থেকেই প্রস্তুতি শুরু করা প্রয়োজন। কৌশিক বসু জানিয়েছেন, আগে করোনা পরে অর্থনীতি এই নীতিতে চললে ফল হবে মারাত্মক। সে ধারণাও ভুল। আর তার দাম দিতে হবে সাধারণ মানুষকেই। তাই এখন থেকেই বিকল্প ব্যবস্থা নিতে হ

এটা শেয়ার করতে পারো

...

Loading...