যিনি মর্ত্যে থেকেও অমর

যিনি মর্ত্যে থেকেও অমর অবিনশ্বর আজ তাঁর জম্মদিন। 'অমর্ত্য' রবিঠাকুরের দেওয়া নাম। যাঁর অর্থ অবিনশ্বর বা যে মর্ত্যে থেকেও মর্ত্যের নয়। হ্যাঁ, ঠিকই ভাবছেন বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সম্পর্কে আজ এই লেখা সম্পর্কেই বলছি। তাঁর জন্ম শান্তিনিকেতনে তাঁর দাদু প্রাচীন ভারতীয় সাহিত্যের পন্ডিত রবিঠাকুরের সহযোগী আচার্য্য ক্ষিতিমোহন সেনের শান্তিনিকেতনের ঘরে আদি নিবাস অধুনা বাংলাদেশের ঢাকার অন্তর্ভুক্ত  মানিকগঞ্জে বাবা আশুতোষ সেন ছিলেন একজন অধ্যাপক মা অমিতা সেন তাঁর পড়াশুনার শুরু ইংরেজি মাধ্যম স্কুলে ১৯৪১ সালে। দেশভাগের পর এদেশে চলে আসা , এবং তারপর বিশ্বভারতীতে পড়াশুনা শুরু, ১৯৫৩সালে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (অধুনা) অর্থনীতিতে স্নাতক বিভাগে ফার্স্টক্লাস ফার্স্ট হন। পরবর্তীকালে শুরু করেন বিদেশে গিয়ে উচ্চশিক্ষা। পরবর্তী কালে প্রশান্তচন্দ্র মহলানবীশের সাথে তাঁর সাক্ষাৎ ঘটে তার পরামর্শে ক্রমেই পশ্চিমবঙ্গের তৎকালীন শিক্ষামন্ত্রী ত্রিগুনা সেন কতৃক তিনি মাত্র ২৩ বছর বয়সে স্নাতক স্তরের ছাত্র থাকাকালীনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিভাগীয় প্রধান হিসাবে নিযুক্ত হন।  ভারতের ইতিহাসে তিনিই প্রথম সর্বকনিষ্ঠ ভারতীয় বাঙালি যিনি স্নাতক স্তরের ছাত্র থাকাকালীনই কোন  বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হিসাবে নিযুক্ত হন। পরবর্তী কালে অধ্যাপনা করেছেন বিদেশের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে তার লেখা বিভিন্ন গ্রন্থাবলী অনূদিত হয়েছে ৩০টিরও বেশি ভাষায়। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি, যা আমাদের বাঙালীদেরও এক গর্বের বিষয়। এছাড়াও ১০২টি বিভিন্ন সম্মানসূচক ডিগ্রিও লাভ করেন তিনি। আজ তাঁর ৮৫ তম জন্মদিনে জিয়ো বাংলার পক্ষ থেকে রইলো আন্তরিক শ্রদ্ধা অনেক শুভেচ্ছা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...