ইন্ডিয়ান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান, সাগরিকা গ্যাটগে, আশা নেগি এবং মাহি গিল। সমাজকল্যাণমূলক কাজের জন্য তাঁরা বরাবরই থাকেন একধাপ এগিয়ে। সেই কারণেই সম্প্রতি অল্টবালাজির ‘ব্রেস্ট বাফার’ ক্যাম্পেনে উপস্থিত থাকতে দেখা গেছে তাদের। অল্ট বালাজির এই ক্যাম্পেনটি আসলে ছিল ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে একটি সচেতনতার প্রচার। এই সচেতনতামূলক প্রচারে উপস্থিত ছিলেন করণ সিং গ্রোভার, শারমান জোশির মতো বিশিষ্ট তারকারাও।
ব্রেস্ট ক্যান্সারের দমন সম্ভব। যদি তা প্রাথমিক পর্যায়তেই ধরা পরে তাহলে এটি দমন করা খুব কঠিন কাজ হয় না। এই কথাটিই জানাতে চেয়েছে অল্ট বালাজি। এই অনুষ্ঠানে দেখানো হয়েছে একটি বিশেষ পদ্ধতি যার দ্বারা একজন মহিলা নিজেই চেক করতে পারবেন তার শরীরে এই মারণ রোগ ইতিমধ্যেই বাসা বেঁধেছে কিনা। অল্টবালাজি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত তারকারা শেয়ার করেন এই রোগ থেকে বাঁচার নানা উপায়ের কথা|