আলফা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

রোগভোগ মানুষের জীবনে নতুন নয়, বহু কাল আগেও রোগাক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অনেকেই। তবে বর্তমানে যেই জিনিসটার বেশি প্রচলন ঘটেছে তা হল ওযুধপত্রের। বিজ্ঞান যত উন্নত হয়েছে, তত উন্নত হয়েছে ওষুধ। তাই আগে যেই কলেরা-কে মড়োক হিসাবে ধরা হত, আজ সেই রোগর চিকিৎসা হাতের মুঠোয়। কিন্তু বর্তমানে নানা কারণে নানা সামাজিক সমস্যার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নানা শারীরিক  সমস্যা। কিন্তু শুধু ওষুধ খেলেই কি সমাধান হয় সেই সমস্যার? জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন আলফা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ক্লাবের সম্পাদক আশিস মজুমদার মহাশয়, সঞ্চালক নবনীতা-র সাথে  তাদের পুজোর বিষয় জানলাম আমরাও।

তার মতে, শুধু ওষুধ নয়, তার সাথে প্রয়োজন যোগাসনেরও। আশিস বাবুর কাছ থেকে জানা গেলো, ৭৬ তম বর্ষে এই ক্লাবের এবছরের থিম 'যোগাসনে যোগ'। আজকের দিনে দাঁড়িয়ে একজন মানুষের জীবনে যোগাসনের প্রয়োজনীয়তা কতটা তা তুলে ধরাই লক্ষ্য এই ক্লাবের। আশিসবাবু জানালেন, একজন মানুষের মধ্যে বিদ্যমান থাকে ছয়টি চক্র যার মধ্যে একটি ছাড়া বাকি চক্রগুলি নিষ্ক্রিয়।

সেই নিষ্ক্রিয় চক্রগুলিকে পুনরায় সক্রিয় করার জন্য প্রয়োজন যোগাসনের। একসময় তাদের এই পুজোর সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন লৌহমানব শ্রী নীলমনি দাস। তার স্মৃতিতেই এই থিম করা হচ্ছে বলেই জানালেন ক্লাবের সদস্যবৃন্দ। আড্ডার ছলে ক্লাবের সদস্য সঞ্জয় বাই মহাশয় জানালেন, এই পুজোতে মহিলা সমিতির অংশগ্রহণ থাকে চোখে পড়ার মতো। ক্লাবের অন্য একজন সদস্য সুরজিৎ দাস মহাশয় জানালেন, পুজোর সময় ঘরোয়া  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের সদস্যবৃন্দের বক্তব্য, ভোগে কিংবা অনুষ্ঠানে কোনো রাজকীয়তা না থাকলেও আন্তরিকতা থাকে পূর্ণ। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, পুজোর সময় বয়স্ক মানুষ এবং বিশেষভাযে সক্ষম মানুষদের জন্য হুইলচেয়ারের আয়োজন থাকছে পুজোর কটাদিন।

এছাড়াও তারা জানিয়েছেন, পুজো মণ্ডপের এক্সিট গেটের তিনটি পয়েন্ট রাখা হচ্ছে যার মধ্যে একটি থাকছে বৃদ্ধদের জন্য, একটি ভিআইপি দর্শনার্থীদের জন্য এবং একটি গেট থাকছে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের জন্য। তিনটি গেটের মধ্যে একটি থাকছে আমহার্স্ট স্ট্রিটের দিকে, একটি থাকছে বিবেকানন্দ রোডের দিকে এবং সর্বশেষটি থাকছে এপিসি রোডের দিকে। দর্শনার্থীদের যাতে কোনোভাবে পুজো দেখতে অসুবিধা না হয় তার জন্য সদাসচেষ্ট এই ক্লাব। তাই যোগাসনের মধ্য দিয়ে নিজের জীবনকে আরেকবার উন্মিলিত করতে সকলকে পৌঁছে যেতেই হবে মানিকতলা, ১১ নং আমহার্স্ট রো-তে লোহাপট্টির সন্নিকটে অবস্থিত আলফা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ক্লাবটিতে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...