‘হেপাটাইটিস বি’ নির্মূল করতে জোট বাঁধল দুই বাংলা

ত্রিপুরাকে সঙ্গে নিয়ে ‘হেপাটাইটিস বি’-এর মোকাবিলায় জোট বাঁধল দুই বাংলা। এই মারণ ভাইরাস নির্মূল করার শপথ নিতে গিয়ে মিলে গেল গঙ্গা-পদ্মা-গোমতী। কলকাতার ‘লিভার ফাউন্ডেশন অফ ওয়েস্টবেঙ্গল’, ‘হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা’ ও ‘ফোরাম ফর দ্যি স্টাডি অফ দ্য লিভার’ এই তিন সংস্থার যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের শহিদ ডাঃ মিলন হলে অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রথম গঙ্গা-পদ্মা-গোমতী লিভার সম্মেলন ২০১৯’-এর সূচনা। বাংলা ও ত্রিপুরা থেকে ৫০ জন লিভার বিশেষজ্ঞ ও গবেষক অনুষ্ঠানটিতে অংশ নেন।

সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনককান্তি বড়ুয়া। ওয়েলকাম স্পিচ্‌ রাখেন ‘লিভার ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ অভিজিৎ চৌধুরী, ‘হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা’র সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক ও বাংলাদেশের ‘ফোরাম ফর দ্যি স্টাডি অফ দ্যি লিভার’-এর চেয়ারম্যান ডাঃ মামুন আল মাহতাব। ২০৩০ সালের মধ্যে বাঙালিদের মধ্যে ‘হেপাটাইটিস বি’কে নির্মূল করা হবে, মূলত এই লক্ষ্যকে সামনে রেখেই একাধিক কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি দ্বারা আক্রান্তের শিকার। প্রতিবছর ২০ হাজারের অধিক মানুষের মৃত্যু হয় পদ্মাপারে। বেশীরভাগ ক্ষেত্রেই আক্রান্তদের ১০ জনের মধ্যে ৯ জনই জানেন না যে শরীরে এই ক্ষতিকর ভাইরাস তারা বহন করছে। সাধারণত আক্রান্ত মায়ের শিশুসন্তান, আক্রান্ত পরিবারের অন্যান্য সদস্য, বহুবার রক্তগ্রহণকারী, মাদকাসক্ত, মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তি, ডাক্তার, নার্স, ল্যাবরেটরির কর্মী, দন্ত চিকিৎসকেরা এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী, হেপাটাইটিস বি ঠেকাতে সেলুনে চুল-দাড়ি কাটার সময় অবশ্যই নতুন ব্লেড ব্যবহার করা উচিৎ। শরীরে কোনো ছিদ্র বা উল্কি করানোর ক্ষেত্রেও সবসময় সচেতন থাকতে হবে। শিশুদের ক্ষেত্রে টিপিটি টিকার সঙ্গে হেপাটাইটিস বি টিকাও দেওয়া উচিৎ।

সম্প্রতি হেপাটাইটিস বি চিকিৎসায় নতুন ওষুধ ‘নাসভ্যাক’ আবিষ্কার করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন প্রবাসী বাংলাদেশী বিজ্ঞানী ডাঃ শেখ মহম্মদ ফজলে আকবর। বাংলাদেশে দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত বহু মানুষের উপর ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল (পরীক্ষামূলক ব্যবহার) করার ফলে তাতে ভালো ফল মিলেছে বলে দাবি করা হয়েছে। এ দিন সম্মেলনেও ওষুধটি নিয়ে দীর্ঘক্ষণ বিস্তারিত আলোচনা হয়।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...