সময়টা অস্থির। গত দু’বছর ধরে অতিমারী আর অনিশ্চয়তার ঢেউয়ে চেনা জীবন থেকে সরে মানুষ অভ্যস্ত হতে শিখেছে ‘নিও নরমাল’ জীবনে। খোলা হাওয়ায় মেতে থেকে থাকার সুযোগ সেখানে বিশেষ নেই। মুখোশ আর দূরত্বে মানিয়ে নিতে হয়েছে চারপাশকে। তবু উৎসব আসে দরজায়। ভয় ভুলে আয়োজনে মাততে চায় মানুষ।
আলো খুঁজতে চায় সুরে, কবিতায়। সভ্যতার শাশ্বত সুরটি সেখানেই রাখা। দোরগোড়ায় দীপান্বিতা উৎসব। আলোর উৎসবকে আরও উজ্জ্বল করে তুলতে প্রয়াস নিয়েছে সাংস্কৃতিক সংস্থা ‘নান্দনিক মানুষ’। তারা আয়োজন করেছে ‘আলোকলতা’ উৎসবের। ভাবনা এবং পরিচালনায় ঋতুরাজ প্রামাণিক।
বাচিকশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক হিসাবে কলকাতার একজন অন্যতম ব্যক্তিত্ব ঋতুরাজ প্রামানিক। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ থেকে আজকের সমসাময়িক রচয়িতাদের গান, কবিতা নিয়ে দীর্ঘ ছয়বছর কাজ করে চলেছেন ঋতুরাজ। খুব অল্প সময়ের মধ্যেই সাফল্য পেয়েছেন। তাঁর প্রতিটি কাজেই প্রথিতযশা শিল্পীদের দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে সব কাজের মধ্যে থাকে অভিনবত্বের ছোঁয়া।
এই কঠিন পরিস্থিতিতে মানুষের মনে আলোর সঞ্চার করতে আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষ্যে তাঁর ভাবনা 'আলোকলতা'। গান-কবিতার মালা গেঁথে উপস্থাপন করবেন ডিজিটাল মাধ্যমে। সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, অদিতি গুপ্ত, বাচিকশিল্পী উর্মিমালা বসু, অনিন্দিতা কাজী এবং নৃত্যশিল্পী মধুবনী চ্যাটার্জী প্রমুখ তারকার দ্যুতিতে আলোকিত হতে চলেছে এই অনুষ্ঠান। ৭ নভেম্বর সন্ধ্যা সাতটায় ‘নান্দনিক মানুষ সেন্টার অফ পারফর্মিং আর্টসে’র ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।