পুজোর শপিং শুরু করার আগে আসতেই হবে মৃগনয়নীতে

দেশের সব রাজ্যের বস্ত্র শিল্প এবং হস্তশিল্প মিলবে এক ছাদের তলায়। এই ভাবনা থেকেই দক্ষিণ কলকাতায় তৈরি হয় 'দক্ষিণাপণ' শপিং কমপ্লেক্স। এই শপিং কমপ্লেক্স-এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মধ্যপ্রদেশ সরকার অনুমোদিত শো রুম 'মৃগনয়নী'। এই এম্পোরিয়ামে এক ছাদের তলায় জায়গা করে দিয়েছে মধ্যপ্রদেশের বয়নশিল্পীদের নানা ধরনের কাজ।

এথনিক থেকে ওয়েস্টার্ন সব ধরনের হাতে বোনা জামাকাপড়। পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের হ্যান্ডিক্র্যাফটস জুয়েলারি এবং ঘর সাজানোর সামগ্রী। সংস্থার পক্ষ থেকে কে কে চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১৯৮৬ সালে মৃগনয়নীর পথ চলার শুরু। চার দশক ধরে এই প্রতিষ্ঠান বসনে ভূষণ মহিলাদের মনের সঙ্গী। পুরুষদের পোশাকের কালেকশনও নজরকাড়া।

মধ্যপ্রদেশের নানা প্রান্তের শিল্প সামগ্রী, ডোকরা, ব্রোঞ্জ-এর নানা উপকরণ পাওয়া যায়। ড্রেস মেটিরিয়ালের কালেকশনও নজরকাড়া। মধ্যপ্রদেশের বিখ্যাত শিল্প সামগ্রী মিলবে। চান্দেরি, মাহেশ্বরী, কোশা, ডোকরার কালেকশন অনবদ্য। মৃগনয়নীর সাফল্যের রহস্য ক্রেতাদের বিশ্বাস। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে যা অর্জন করেছে এই প্রতিষ্ঠান। যে কোনও ব্যবসায় সফল হওয়ার জন্য ক্রেতাদের বিশ্বাস অর্জন অতি গুরুত্বপূর্ণ।

সফল উদ্যোগপতি হয়ে উঠতে জরুরি বিষয় কোনগুলি? এই প্রশ্নের উত্তরে কে কে চট্টোপাধ্যায় জানিয়েছেন, লোকেশন, টিমওয়ার্ক, প্রোডাক্ট সোর্স ব্যবসার প্রধান স্তম্ভ। এ ছাড়া সৎ ভাবনা, উন্নতি অর্জনের চেষ্টা, সঠিক লক্ষ্য আর বুদ্ধিদীপ্ত পরিশ্রমে সাফল্য আসবেই।

সফল হয়ে ওঠার পথে ঝড় ঝাপ্টা আসতেই পারে, সাময়িক ব্যর্থতায় হতাশ হলে চলবে না। অদম্য জেদ, আর স্বপ্ন দেখার সাহস চাই। তারই ফসল মৃগনয়নী। দক্ষিণাপণ শপিং কমপ্লেক্স-এ অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন মৃগনয়নী। পুজোর শপিং শুরু করার আগে আসতেই হবে মৃগনয়নীতে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...